শিরোনাম

প্রচ্ছদ /   দীনেশ কার্তিককে বিশেষ বার্তা পাঠিয়ে এবার যা বললেন শাহরুখ খান

দীনেশ কার্তিককে বিশেষ বার্তা পাঠিয়ে এবার যা বললেন শাহরুখ খান

Avatar

সোমবার, মে ১৪, ২০১৮

প্রিন্ট করুন

ঘরের মাঠে মুম্বইয়ের কাছে হতশ্রী হারের পর হৃদয় ভেঙেছিল কলকাতার কর্ণধারের। খানিকটা চটেও গিয়েছিনেন কিং খান। প্রেস্টিজ ফাইটে হেরে টুইটে কলকাতার ফ্যানদের কাছে ক্ষমাও চাইতে হয়েছিল শাহরুখকে। এবার সেই বিষণ্ণ মুখেই যেন তৃপ্তির হাসি। বীর-জারার লড়াইয়ে কলকাতাকে জিতিয়ে কিংয়ের মুখে হাসি ফোটালেন অধিনায়ক দীনেশ।

হার কিংবা জিত, ফল যাই হোক খেলায় একটা স্পিরিটের প্রোয়জন। মুম্বই ম্যাচে সেটারই অভাব লক্ষ্য করেছিলেন খান সাহেব। গঙ্গাপারের ইডেনে একদিকে আরবসাগরের ঢেউ, ঈষাণ কিষণের দাদাগিরি। অন্যদিকে নাইট সেনাদের জাহাজডুবি। ১০২ রানের হার কিছুতেই হজম করতে পারছিলেন না দলের ‘বস’।

এসবের পর দলের কাছেও বার্তাটা স্পষ্ট ছিল, পঞ্জাবের বিরুদ্ধে ম্যাচটা কার্যত ‘ডু অর ডাই’। চাপে পড়ে সেরাটা উজাড় করে দিলেন ক্রিকেটাররাও। ব্যাটে-বলে-ফিল্ডিংয়ে দুরন্ত পারফরম করেই জয়কে তালুবন্দি করে কলকাতা। আর এতেই হাসি ফেরে ‘বস’-এর মুখে।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন