চলতি ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে আজ সোমবার (১৪ মে) ৪৮তম ম্যাচে মুখোমুখি হবে কিংস ইলেভেন পাঞ্জাব ও রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু। বাংলাদেশ সময় ম্যাচটি শুরু হবে রাত ৮.৩০ মিনিটে। ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে স্টার স্পোর্টস ওয়ান, স্টার স্পোর্টস হিন্দি, স্টার স্পোর্টস, সিলেক্ট ওয়ান ও বাংলাদেশি চ্যানেল নাইন।
ম্যাচটি কোহলির ব্যাঙ্গালুরুর জন্য খুব গুরুত্বপূর্ণ। কারণ শেষ চারে জায়গা পেতে হলে আজকের ম্যাচটি জিততে হবে তাদের। অন্যদিকে ব্যাঙ্গালুরুকে হারিয়ে প্লে-অফের দৌড়ে নিজেদের জায়গা আরো শক্ত করতে চাইবে পাঞ্জাব।
টসে জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছে ব্যাঙ্গালুরুর অধিনায়ক বিরাট কোহলি।রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু: পার্থিব প্যাটেল, মঈন আলী, বিরাট কোহলি, এবি ডি ভিলিয়ার্স, মানদীপ সিং, সরফরাজ খান, কলিন দ্য গ্র্যান্ডহাউম, টিম সাউদি, উমেশ যাদব, মোহাম্মদ সিরাজ, ইউজভেন্দ্র চাহাল।কিংস ইলেভেন পাঞ্জাব: লোকেশ রাহুল, ক্রিস গেইল, মায়াঙ্ক আগরওয়াল, করুণ নায়ার, অ্যারন ফিঞ্চ, মার্কাস স্টোনিস, অক্ষর প্যাটেল, রবিচন্দ্রন অশ্বিন, এন্ড্রু টাই, বারিধার সেরান, মোহন শর্মা।
সিটি২৪নিউজের ফেসবুক পেজে লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন