আগামী জুনে ভারতের দেরাদুনে আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ। আগামী জুন মাসের ৩,৫ এবং ৭ তারিখে ম্যাচ তিনটি অনুষ্ঠিত হবে। দেরাদুনের রাজীব গান্ধি আর্ন্তজাতিক স্টেডিয়ামে প্রতিটি ম্যাচ রাত সাড়ে আটটায় অনুষ্ঠিত হবে। আর সেই সিরিজে বাংলাদেশ ৩-০ তে জিতবে বলেই মনে করছেন ২৫ বছর বয়সী আরিফুল হক।
আফগানিস্তানের বিপক্ষে খেলার সুযোগ পাবেন কিনা জানেন না। তবে বিপিএলে আফগানিস্তান ক্রিকেটারদের খেলা দেখেই নিজেকে প্রস্তুত করে রাখছেন তিনি। আর সব চিন্তা করেই এবং সতীর্থদের উপর আস্থা রেখেই আফগানদের বিপক্ষে বাংলাদেশ ৩-০ তে সিরিজ জিতবে বলে জানিয়েছেন এই অলরাউন্ডার।
এ প্রসঙ্গে তিনি বলেন, ‘ওখানে (দেরাদুনে) যারা আমাদের বিপক্ষে খেলবে আমরা তাদের খেলাগুলো আইপিএলে দেখছি। প্রথমে আফগানিস্তানের বিপক্ষে খেলা। ওদের যারা আছে যেমন মুজিব। ও একেবারের নতুন। ওর বিপক্ষে খেলিনি। এছাড়া রশিদ খান আছে। ওকে বিপিএলে খেলেছি। ওদের বোলিং দেখছি। কিভাবে করে। এসব দেখেই আপাতত প্রস্তুত হচ্ছি।’তিনি আরো বলেন, ‘সংক্ষিপ্ত সংস্করণে আফগানিস্তান খুব ভালো দল। ওদের বোলিং বিভাগ অনেক শক্তিশালী। কিন্তু ব্যাটিং বিভাগ কিন্তু অতটা শক্তিশালী নয়। আর আমাদের দুইটাই ভালো। আসলে সিরিজটা খুব জমজমাট হবে। ওদের বোলিং নিয়ে আমরা পরিকল্পনা করছি। আশা করি আমরা ৩টা ম্যাচই জিতবো।’
সিটি২৪নিউজের ফেসবুক পেজে লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন