টি-টুয়েন্টিতে মাত্র চতুর্থ খেলোয়াড় হিসেবে টানা পাঁচ ইনিংসে ফিফটি হাকানোর রেকর্ড গড়লেন জস বাটলার। এবারের আইপিএলে রাজস্থানের হয়ে ওপেনিংয়ে নামার পর থেকেই দুর্দান্ত ফর্মে রয়েছেন জস বাটলার। আর গতকাল মুম্বাইয়ের বিপক্ষে ফিফটি হাকিয়ে এ রেকর্ড গড়লেন তিনি।
বাটলারের আগে বীরেন্দ্র শেবাগ, হ্যামিল্টন মাসাকাদজা, ও কামরান আকমল টি-টুয়েন্টিতে টানা পাঁচ ইনিংসে ফিফটি হাঁকিয়েছিলেন। তবে বাটলারের সামনে সুযোগ রয়েছে তাদের ছাড়িয়ে যাওয়ার। রাজস্থানের পরের ম্যাচে অর্ধশতক হাঁকালেই তাদের ছাড়িয়ে যাবেন বাটলার।
সিটি২৪নিউজের ফেসবুক পেজে লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন