শিরোনাম

প্রচ্ছদ /   আইপিএলের শেষ চারে উঠার কঠিন সমীকরণে রয়েছে যে পাঁচটি দল

আইপিএলের শেষ চারে উঠার কঠিন সমীকরণে রয়েছে যে পাঁচটি দল

Avatar

সোমবার, মে ১৪, ২০১৮

প্রিন্ট করুন

চলতি আইপিএলের শুরুর দিকে তেমন সুবিধা করতে পারেনি দুই বছর নিষেধাজ্ঞা কাটিয়ে আইপিএলে ফেরা রাজস্থান রয়্যালস। শক্তিশালী দল গড়লেও ভালো ফলাফল পাচ্ছিলনা তারা। কিন্তু হঠাৎ করেই আইপিএলে ঘুরে দাঁড়িয়েছে দলটি। শেষ তিন ম্যাচে টানা জয় পেয়ে আইপিএলের শেষ চারে উঠার স্বপ্ন বাঁচিয়ে রাখল তারা।

ঠিক এমনিভাবে আইপিএল শুরু করেছে গত আসরের চ্যাম্পিয়ন মুম্বাই ইন্ডিয়ান্স। টানা কয়েক ম্যাচ জিতে প্লে-অফের স্বপ্ন বাঁচিয়ে রেখেছিল তারা। কিন্তু তাদের স্বপ্নে বাঁধা হিসেবে দাঁড়ায় রাজস্থান। সর্বশেষ ম্যাচে রাজস্থানের বিপক্ষে হেরে এখন বাদ পরার দ্বারপ্রান্তে দাঁড়িয়ে আছে মুম্বাই।

অন্যদিকে সমীকরণ অনুযায়ী, পাঞ্জাব আর একটি ম্যাচ জিতলেই মুম্বাইয়ের প্লে-অফ খেলার স্বপ্ন শেষ হয়ে যাবে। তবে আজ সোমবার রয়্যাল চ্যালেঞ্জার্সের বিপক্ষে পাঞ্জাব হেরে গেলে সুযোগ থাকছে মুম্বাইয়ের। কারণ আগামী বুধবার পাঞ্জাবের বিপক্ষে মাঠে নামবে মুম্বাই। আর সেই ম্যাচে পাঞ্জাবকে হারাতে পারলে মুম্বাই প্লে-অফের দৌড়ে এগিয়ে যাবে।

তবে পাঞ্জাবকে হারাতে পারলে এর পরের ম্যাচেও জিততে হবে মুম্বাইকে। তবে যদি আজ পাঞ্জাব হারে। অন্যদিকে শেষ চারের লড়াইয়ে টিকে থাকতে হলে আজ পাঞ্জাবকে হারানোর পাশাপাশি বাকি সব ম্যাচ জিততে হবে ব্যাঙ্গালুরুকে।এছাড়াও প্লে-অফে যাওয়ার বড় সুযোগ আছে কলকাতা-রাজস্থানের সামনে। আজ পাঞ্জাব হেরে গেলে ভাগ্য খুলে যাবে তাদের। তবে কলকাতার রান রেট মাইনাস হওয়ার কারণে তাদের থেকে এগিয়ে আছে রাজস্থান।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন