শিরোনাম

প্রচ্ছদ /   মুম্বাইয়ের বিপক্ষে ম্যাচ জিতলেও এবার বড় দুঃসংবাদ পেল রাজস্থান

মুম্বাইয়ের বিপক্ষে ম্যাচ জিতলেও এবার বড় দুঃসংবাদ পেল রাজস্থান

Avatar

সোমবার, মে ১৪, ২০১৮

প্রিন্ট করুন

আইপিএলে দুই বছর নিষেধাজ্ঞা কাটিয়ে এবারের আসরটিতে ফিরেছে প্রথম আসরের চ্যাম্পিয়ন রাজস্থান রয়্যালস। এবারের আসরটিতে শক্তিশালী দল গঠন করলেও আশাজনক ফল পাচ্ছিলনা তারা। কিন্তু হঠাৎ করেই আইপিএলে ঘুরে দাঁড়িয়েছে দলটি। চলতি আইপিএলে এখন পর্যন্ত ১২টি ম্যাচ খেলে ৬টিতে জয় পেয়েছে তারা। ১২ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের পঞ্চম স্থানে রয়েছে তারা।

সেই সঙ্গে টিকে থাকল শেষ চারের লড়াইয়ে। শেষ তিনটি ম্যাচে দারুণ জয় পেয়েছে তারা। আর রাজস্থানের হয়ে জ্বলে উঠেছেন জস বাটলার। এমনকি গতকাল মুম্বাইয়ের বিপক্ষে দারুণ জয় পাওয়া দলটির জয়ে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন তিনি। তবে শেষ চারে উঠতে হলে সামনের বাকি দুই ম্যাচে রান রেটে এগিয়ে জিততে হবে রাজস্থানকে। তবে এরই মধ্যে দুঃসংবাদ শুনতে হল দলটিকে।

আর তা হল স্লো ওভার রেট। মুম্বাইয়ের বিপক্ষে ম্যাচে স্লো ওভার রেটের কারণে এবার দলতির অধিনায়ক অজিঙ্কা রাহানেকে জরিমানা করা হয়েছে। ভারতীয় মুদ্রায় ১২ লাখ রুপি গুনতে হবে তাকে। চলতি আইপিএলে প্রথমবারের মত জরিমানা গুণতে হচ্ছে দলটিকে। মূলত আইপিএল ম্যানেজম্যান্ট এক বিবৃতিতে এই সংবাদ জানিয়েছে।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন