শিরোনাম

প্রচ্ছদ /   যে শক্তিশালী দল নিয়ে কোহেলিদের বিপক্ষে মাঠে নামবে পাঞ্জাব

যে শক্তিশালী দল নিয়ে কোহেলিদের বিপক্ষে মাঠে নামবে পাঞ্জাব

Avatar

সোমবার, মে ১৪, ২০১৮

প্রিন্ট করুন

আইপিএলের ৪৩তম ম্যাচে মুখোমুখি হবে কিংস ইলেভেন পাঞ্চাব ও রয়্যাল চেলেঞ্জার্স বেঙ্গালুরু। শেষ চারের লড়াইয়ে ম্যাচটি পাঞ্জাবের জন্য বেশ গুরুত্বের। তবে কোহলিরা নামবেন শুধুই নিয়মরক্ষায়। কারণ হাতে থাকা তিনটি ম্যাচে জিতলেও শেষ চার নিশ্চিত হবে না দলটি।

চিরচেনা গেইল-রাহুলে আজও পাঞ্চাবের ওপেনিং ভরসা। মজার তথ্য হলো, প্রতিটি ম্যাচেই পাঞ্চাবের হয়ে এই দুই জনের একজন ঠিকই ব্যাট হাতে অপ্রতিরোধ্য হয়ে ওঠে। এরপর তিনে মায়াঙ্ক অথবা করুণ ন্যায়ারকে দেখা যেতে পারে। যদি ন্যায়ারকে তিনে দেখা যায় সেক্ষেত্রে চারে দেখা যাবে মায়াঙ্ককে।

লক্ষণীয় গত দুই ম্যাচ আগে পজিশন পরিবর্তন করে ওয়ানডাউনে খেলতে নেমেছিলেন অধিনায়ক অশ্বিন। আর তা হিতে বীপরীত হয় দলটির। পজিশন পরিবর্তনের ফলে পুরো টপ ও মিডল অর্ডারে দুর্বিষহ অবস্থা দেখা দেয়। তাই আজ আর সে ভুলটি করতে চাইবে না টিম ম্যানেজম্যান্ট। এরপর পাঁচে দেখা যাবে যুবরাজ, ছয়ে তিওয়ারি ও সাতে অধিনায়ক অশ্বিন।একাদশ (সম্ভাব্য)ক্রিস গেইল, লোকেশ রাহুল (উইকেট রক্ষক), মায়াঙ্ক আগারওয়াল, করুণ ন্যায়ার, যুবরাজ সিং, মার্কুস স্টোনিস, অক্ষর প্যাটেল, রবিচন্দ্র অশ্বিন (অধিনায়ক), আন্ড্রু টাই, মোহিত শর্মা, মুজিব জাদরান।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন