শিরোনাম

প্রচ্ছদ /   পৃথিবীতে আর টেস্ট ক্রিকেট থাকবে না: ম্যাককালাম

পৃথিবীতে আর টেস্ট ক্রিকেট থাকবে না: ম্যাককালাম

Avatar

সোমবার, মে ১৪, ২০১৮

প্রিন্ট করুন

মানুষ এখন অল্প সময়ের মধ্যে অনেক বিনোদন নিতে চায়। যার ফলে দীর্ঘ সময়ের টেস্ট ক্রিকেটের চেয়ে দর্শক প্রিয়তা বেশী পাচ্ছে টি-টুয়েন্টি ক্রিকেট। তাই ধীরে ধীরে সব দেশেই আরম্ভ হচ্ছে এই ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক ঘরোয়া টি-টুয়েন্টি টুর্নামেন্ট।নিউজিল্যান্ডের সাবেক অধিনায়ক ব্র্যানডন ম্যাককালাম মনে করছেন, টেস্ট ক্রিকেট একদিন হারিয়ে যেতে পারে । তার ভয়, একদিন পৃথিবীতে আর টেস্ট ক্রিকেট থাকবে না।

২০১৬ সালে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরে গেছেন ম্যাককালাম। বর্তমানে ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক বিভিন্ন টি-টুয়েন্টি টুর্নামেন্টে খেলেন তিনি। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের চলতি আসরে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙালুরু হেয়ে খেলছেন ৩৬ বছর বয়সী এ উইকেটকিপার-ব্যাটসম্যান। টেস্ট ক্রিকেটের ভবিষ্যত নিয়ে শঙ্কিত ম্যাককালাম বলেছেন, ‘আমি মনেপ্রাণেই বিশ্বাস করি একসময় টেস্ট ক্রিকেট থাকবে না। কারণ অল্প কয়েকটি দেশই টেস্ট খেলতে পারে।’

নিউজিল্যান্ডের হয়ে ১০১ টেস্টে ৬৪৫৩ রান করা ম্যাককালাম এ সংস্করণে দেশটি দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক। এবং নিউজিল্যান্ডের হয়ে সর্বোচ্চ ৩০২ রানের ইনিংসের মালিকও তিনি। দেশটির অন্যতম সেরা ক্রিকেটার মনে করা হয় তাকে। তার মতে, ‘মানুষ টি-টুয়েন্টিকে শুধু খেলা হিসেবে দেখে না। তারা এটাকে টিভি বিনোদন মনে করে। সমাজ পরিবর্তিত হচ্ছে। চার-পাঁচ দিন ধরে টেস্ট ক্রিকেট দেখার মতো সময় মানুষের নেই। তারা শেষদিনের হয়তো প্রথম সেশন বা শেষ সেশন দেখবেÑযদি তা দেখার মতো হয়।’

ম্যাককালাম আরো মনে করেন ভবিষ্যতে ফ্র্যাঞ্চাইজিগুলো তাদের খেলোয়াড়দের টেস্ট খেলার জন্য অনুমতি দেবে না। ম্যাককালাম বলেছেন, ‘কিছুদিন পর, ফ্র্যাঞ্চাইজিগুলো খেলোয়াড়দের নিয়ন্ত্রণ করবে। এবং তারা তাদের খেলোয়াড়দের টেস্ট খেলার জন্য অনুমতি দেবে না।’২০১৬ সালে অবসরে যাওয়ার পর থেকে বিগব্যাশ, আইপিএল, পিএসএল ও বিপিএলের মতো লিগগুলো খেলে বেড়াচ্ছেন ম্যাককালাম। টি-টুয়েন্টিতে ক্রিস গেইলের পর দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক তিনি। ৩৩৫ ম্যাচে ৯১১৯ রান করেছেন তিনি। অন্যদিকে শীর্ষে থাকা গেইলের রান ১১৪০০। তিনি খেলেছেন ৩৩২টি ম্যাচ।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন