আইপিএলে চেন্নাইয়ের বিপক্ষে রাজস্থানকে একাই জেতান ইংলিশ উইকেট কিপার জস বাটলার। বাটলারের অনাবদ্য ৯৫ রানের ঝড়ো ইনিংসে চেন্নাইকে ৪ উইকেটে হারিয়ে জয়ের বন্দরে চলে যায় রাজস্থান।এই ম্যাচে চেন্নাইয়ের বোলারদের তুলধনো করেন বাটলার। মিস যাননি চেনাইয়ের অলরাউন্ডার ব্রাভোও। তবে ম্যাচ শেষে বাটলারকে অভিনন্দন জানানোর পাশাপাশি একরকম হুমকিও দিয়েছেন ব্রাভো।
ম্যাচ শেষে সামাজিক যোগাযোগ মাধ্যম ইন্সটাগ্রামে নিজের সন্তুষ্টির কথা প্রকাশ করেন বাটলার। ম্যাচ জিতিয়ে উদযাপনের ছবি আপলোড করে তিনি লিখেন, ‘গতরাতটা (শুক্রবার) সেরা ছিল। আমরা দল হিসেবে লড়াই করে যাবো। ক্যান্সার আউট ক্যাম্পেইনের অংশ হতে পারা অনেক গর্বের।’
এই ছবির মন্তব্যে ক্যারিবিয়ান অলরাউন্ডার ব্রাভো আগাম হুঁশিয়ারি জানিয়ে দেন বাটলারকে। পরেরবার এই শেষ ওভারের প্রতিশোধ নেয়া হবে জানান ব্রাভো। তিনি লিখেন, ‘অসাধারণ ইনিংস ছিল বন্ধু। তোমাকে এভাবে খেলতে দেখা সত্যিই আনন্দের। তবে পরেরবার আমি তোমাকে দেখে নিবো সত্যিই।’
সিটি২৪নিউজের ফেসবুক পেজে লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন