শিরোনাম

প্রচ্ছদ /   টাকা পাননি চার ক্রিকেটার

টাকা পাননি চার ক্রিকেটার

Avatar

সোমবার, মে ১৪, ২০১৮

প্রিন্ট করুন

ঢাকা প্রিমিয়ার লিগের দল কলাবাগান ক্রীড়া চক্র। ক্লাবটির বিরুদ্ধে গুরুতর অভিযোগ করেছেন ক্রিকেটাররা। গতকাল বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সিইও নিজাম উদ্দিন চৌধুরীর সঙ্গে দেখা করতে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে এসেছিলেন কলাবাগানের সাত ক্রিকেটার তাসামুল হক, মাহমুদুল হাসান লিমন, মুক্তার আলী, জসিমউদ্দিন, নাবিল সামাদ, আবু বকর অনিক ও জাবেদ।প্রত্যেকেই বলছেন, ক্লাবের কাছ থেকে পারিশ্রমিক না পাওয়ায় বাধ্য হয়ে তারা বিসিবির দ্বারস্থ হয়েছেন।
নিজাম উদ্দিন চৌধুরীর সঙ্গে সাক্ষাৎ শেষে সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলেন তাসামুল হক। তিনি বলেন, চারজন ক্রিকেটার এখন পর্যন্ত এক টাকাও পাননি। বাকিরা ৫০ ভাগ টাকা পেয়েছেন। ক্লাবের পক্ষ থেকে বলা হচ্ছে, পারফরম্যান্স করতে না পারায় তাদের আর কোনো টাকা দেওয়া হবে না।

গত ৫ এপ্রিল শেষ হয়েছে ঢাকা প্রিমিয়ার লিগ। প্রথম বিভাগে নেমে যাওয়া কলাবাগান রেলিগেশনে পড়ায় লিগ শেষ করেছে আরও আগে। দেড় মাস পেরিয়ে গেলেও এখন পর্যন্ত একটি টাকাও পাননি মোহাম্মদ আশরাফুল, জসিমউদ্দিন, সনজীত সাহা দ্বীপ ও কাজী অনিক। তাসামুল বলেন, ‘আমরা আগেই বোর্ডকে লিখিত অভিযোগ জানিয়েছিলাম। বোর্ড অভিযোগ পাওয়ার পর ক্লাবের কাছে চিঠি পাঠায়।ক্লাব কর্তৃপক্ষ নাকি ফিরতি চিঠি পাঠিয়েছে। দুই পক্ষ আলোচনায় বসবে। আমরা দ্রুত এ সমস্যার সমাধান চেয়েছি।’এবারের লিগ শুরুর আগে তিন কিস্তিতে টাকা পরিশোধ করার নিয়ম বেঁধে দিয়েছিল আয়োজক ক্রিকেট কমিটি অব ঢাকা মেট্রোপলিস (সিসিডিএম)। লিগ শুরুর আগে ৫০ ভাগ, চলাকালীন সময়ে ২৫ ভাগ এবং লিগ শেষ হওয়ার পর অবশিষ্ট ২৫ ভাগ টাকা পরিশোধ করার কথা।

তবে নিয়মকে বৃদ্ধাঙ্গুলি দেখাল কলাবাগান ক্লাব কর্তৃপক্ষ! বিসিবির সিইও নিজাম উদ্দিন চৌধুরী সুজন বলেন, ‘আমরা ক্লাবের সঙ্গে আলোচনা করব। আশা করছি দ্রুত সমস্যার সমাধান হয়ে যাবে।’ সিইওর কাছে জানতে চাওয়া হয়েছিল, নির্ধারিত সময় পেরিয়ে যাওয়ার পরও পারিশ্রমিক পরিশোধ না করায় কলাবাগান ক্লাবের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে কিনা?তিনি বিষয়টি এড়িয়ে গিয়ে বলেছেন, ‘চেষ্টা করব ক্লাবের যারা নীতিনির্ধারক আছেন তাদের সঙ্গে বসে সমস্যার সমাধান করার।’এবার কলাবাগান ক্লাব কর্তৃপক্ষ নিজেরাই নতুন নিয়ম তৈরি করেছে! ক্রিকেটারদের অভিযোগ, লিগে অবনমন ঘটায় ক্লাব কর্তৃপক্ষ নির্ধারিত পারিশ্রমিকের একটা অংশ কেটে নতুন করে পারিশ্রমিক নির্ধারণ করেছে। তাসামুল বলেন, ‘দলের পারফরম্যান্স খারাপ হলে টাকা কর্তন করবে এমন নিয়ম কোথাও নেই।

আমরা বোর্ডকে সেটা বলেছি। এটা কোনোভাবেই মেনে নেওয়ার মতো নয়।’ আরেক ক্রিকেটার নাবিল সামাদ বলেন, ‘মোট ১৪ জন খেলোয়াড়। এর মধ্যে চারজন এক টাকাও পায়নি। বাকিরা ৫০ ভাগ পারিশ্রমিক পেয়েছি। ক্লাবের পক্ষ থেকে বলা হচ্ছে, পারফরম্যান্স করতে না পারায় ৪০ ভাগ টাকা কেটে নেওয়া হয়েছে। বাকি ১০ ভাগ ট্যাক্স বাবদ। সে হিসেবে তারা আমাদের আর কোনো টাকা দেবে না বলে জানিয়েছে।’এখন পর্যন্ত এক টাকাও যে পাননি তা জানিয়েছেন মোহাম্মদ আশরাফুলও। মুঠোফোনে তিনি বলেছেন, ‘আমার পারিশ্রমিক ১৫ লাখ টাকা। তবে এখন পর্যন্ত কোনো টাকা পাইনি। ক্লাবের পক্ষ থেকে আগামীকাল (আজ) পর্যন্ত সময় নেওয়া হয়েছে। দেখা যাক। তার পর সিদ্ধান্ত নেব।’ এদিকে ক্রিকেটারদের অভিযোগ নিয়ে ক্লাবটির একাধিক কর্মকর্তার সঙ্গে যোগাযোগ করা হলেও তারা কেউই এ বিষয়ে কথা বলতে চাননি।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন