ঢাকা ডিভিশন প্রিমিয়ার লিগে খেলোয়াড়দের টাকা নিয়ে নয়-ছয় নতুন কিছু নয়।খেলা শেষ হলেও খেলোয়াড়দের পারিশ্রমিক শোধ হয় না।আর এই বকেয়া টাকা আদায়ের জন্য অসহায় ভাবে দৌড়া দৌড়ি করতে হয় ক্রিকেটারদের।এবার তেমনি এক পরিস্থির স্বীকার হয়েছেন টাইগার দলের সাবেক টেস্ট অধিনায়ক মোহাম্মদ আশরাফুল।তবে তিনি একা নন তাঁর সাথে আছেন আরো বেশ কিছু ক্রিকেটার। তারা হলেন মুক্তার আলী, তাসামুল হক, তায়েবুর পারভেজ, মাহবুবুল আলম অনিক, মাহমুদুল হাসান লিমন।
এরা সবাই কলাবাগান ক্রীড়া চক্রের হয়ে খেলেছেন। কিন্তু লিগে শেষ হয়েছে এক মাসের বেশি হলো এখনো তাদের পারিশ্রমিক দেয়নি কলাবাগান ক্লাব।কিন্তু কেন?এই প্রসঙ্গে জানার জন্য কথা হলো কলাবাগান ক্রীড়া চক্রের পেস অলরাউন্ডার মুক্তার আলীর সাথে। কষ্ট করে খেলা করে পুরোপুরি পারিশ্রমিক না পেয়ে নিজের ক্ষোভের কথা জানালেন বিডিমর্নিংয়ের কাছে।কেন টাকা দিচ্ছে না জানতে চাওয়া হলে মুক্তার বলেন,আসলে আমরা এবার প্লিয়ার বাই চয়েজে খেলেছি। কিন্তু তাঁর পরেও আমাদের ৫০ শতাংশ টাকা দেওয়া হয়নি।খেলা শেষ হওয়ার এক মাসের মধ্যে বাকি টাকা দেওয়ার কথা ছিলো কিন্তু সেটিও দেওয়া হয়নি।আমাদের দলের অনেক ক্রিকেটার এখনো কোন টাইকাই পাইনি।সেই জন্যই আমরা বিসিবির সিও স্যার নিজামউদ্দিন সুজনের কাছে গিয়েছিলাম।
বিসিবিকি এখনো ক্লাবকে জানিয়েছে এমন প্রশ্নের জবাবে তিনি আরো বলেন, হ্যাঁ, সুজন স্যার বলেছেন ক্লাবকে জানানো হয়েছে।এখন নাজমুল হাসান পাপন স্যার আসলে আলোচনা করে পরে জানানো হবে।তখন আমরাও জানালম সামনে রোজা ,ঈদ তাই আমাদের টাকা পয়সার দরকার আছে।তিনি বললেন সিন্ধান্ত নিয়ে আমাদের জানাবেন।খেলা শুরু আগে নাকি কলাবাগান ক্রীড়া চক্র প্রতিটি খেলোয়াড়ের কাছ থেকে একটি স্বাক্ষর নিয়েছিলো। সেখানে লিখা ছিলো যদি দল রেলিগেশন খেলে ফাস্ট ডিভিশনে নেমে যায় তাহলে খেলোয়াড়দের টাকা পুরোপুরি দেওয়া হবে না।
এই কথা কতটা সত্য সেটাও জানিয়ে দিলেন মুক্তার আলী,না এমন কোন স্বাক্ষর ছিলো না।এমনি একটা পেপার দিয়েছিলো।কিন্তু আমি যতদূর জানি এই পেপার বোর্ড দিবে। কারণ এটি বোর্ডের খেলা। বোর্ড যেটা বলবে সেটাই হবে।তবে তারা আমাদের একটা ওয়ার্নিং দিয়েছিলেন যে তোমাদের পারফম্যান্সে কারণে পারিশ্রমিক ৫০ শতাংশ কেটে নেওয়া হবে।তখন আমরা চিন্তা করেছি যে এটা দিলে বোর্ড দিবে। শুধু বোর্ডেরি অধিকার আছে। ঐ পেপারটা কোন বাধ্যকতা ছিলো না।সেখানে লিখা ছিলো যদি পারফম্যান্স খারাপ হয় তাহলে পারিশ্রমিক কেটে নেওয়ার ব্যাপারটা বিবেচনা করা হবে।যদি টাকা কেটে নেবে লিখা থাকতো তাহলে আমরা স্বাক্ষরই করতাম না।
বকেয়া টাকা আদায়ের জন্য আজ বিসিবিতে এসেছিলেন মুক্তার আলী সহ কলাবাগান ক্রীড়া চক্রের ৫ খেলোয়াড়রা।এই প্রসঙ্গে বিসিবির সিও নিজামউদ্দিন সুজনের কাছে জানতে চাওয়া হলে তিনি বলেন, হ্যাঁ, খেলোয়াড়রা আমাদের কাছে অভিযোগ দিয়েছে। তাদের পারিশ্রমিক পরিশোধ না হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে’।এদিকে বকেয়া টাকা আদায়ের জন্য আজ বিসিবিতে আসার কথা ছিলো আশরাফুলের। কিন্তু আসার আগেই ক্লাবকর্মকর্তারা তাকে আশ্বাস দিয়েছেন আগামীকালকের(সোমবার) মধ্যে টাকা পরিশোধ করে দিবে।যার জন্য আজ বিসিবি আসেননি এই সাবেক টেস্ট অধিনায়ক।-বিডিমর্নিং
সিটি২৪নিউজের ফেসবুক পেজে লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন