শিরোনাম

প্রচ্ছদ /   ১০ জন নিয়ে খেলছে মুস্তাফিজ বিহীন মুম্বাই

১০ জন নিয়ে খেলছে মুস্তাফিজ বিহীন মুম্বাই

Avatar

সোমবার, মে ১৪, ২০১৮

প্রিন্ট করুন

১২ ম্যাচে ৫টি জয় নিয়ে বর্তমানে ছয় নম্বরে অবস্থান করা মুম্বাইকে আশা বাঁচিয়ে রাখতে হলে বাকি দুই ম্যাচে জিততে তো হবেই, পাশাপাশি রান রেটের দিকটাও দেখতে হবে। এদিকে রাজস্থানের বিপক্ষে এভাবে শোচনীয় পরাজয়ের পর স্বাভাবিকভাবেই মুম্বাইয়ের বোলিং লাইন আপ নিয়ে প্রশ্ন উঠছে জোরেশোরে।বিশেষ করে এই ম্যাচে বেন কাটিং এবং জেপি ডুমিনিকে একাদশে রাখার পরেও তাদের এক ওভারও বোলিং না দেয়া নিয়ে সৃষ্টি হয়েছে সমালোচনার। এই দুই ক্রিকেটারের মধ্যে ডুমিনি ব্যাটিংয়ে নামলেও এক বলও খেলেননি তিনি।

আর কাটিংকে তো বলই দেননি রোহিত শর্মা! সুতরাং বলা যায় মুম্বাই যেন অনেকটা ১০ জন ক্রিকেটার নিয়েই খেলেছে এই ম্যাচে। ভারতের সাবেক টেস্ট ওপেনার এবং ক্রিকেট বিশ্লেষক আকাশ চোপড়াও এমনটাই মনে করছেন। এক ভিডিও বার্তায় তিনি বলেছেন,

মুম্বাই ইন্ডিয়ান্স কি করছে? প্রথমত, মনে হচ্ছে তারা যেন ১০ জন ক্রিকেটার নিয়ে খেলছে। বেন কাটিং এবং জেপি ডুমিনির মধ্যে একজনকে ব্যবহার করা হচ্ছে। তারা কাটিংকে বোলার হিসেবেও বেশি ব্যবহার করছে না এবং ডুমিনিকেও ব্যাটসম্যান হিসেবে বেশি ব্যবহার করছে না (যেহেতু সে দেরি করে নামছে)। সুতরাং তারা ১০ জন নিয়ে কি করে খেলবে?গত কয়েক ম্যাচ ধরেই মুম্বাইয়ের একাদশ থেকে ব্রাত্য করে রাখা হয়েছে টাইগার পেসার মুস্তাফিজুর রহমানকে । ডেথ ওভারের অন্যতম সেরা এই পেসারকে না খেলানো আদতে কতটা যুক্তিসঙ্গত এই নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে। অন্তত রাজস্থানের বিপক্ষে একজন বাড়তি পেসার হিসেবে ফিজ কিংবা অ্যাডাম মিলনেকে খেলাতে পারতো মুম্বাই।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন