শিরোনাম

প্রচ্ছদ /   আফগান সিরিজে টাইগারদের প্রধান কোচ-ফিল্ডিং কোচের নাম ঘোষণা করলো বিসিবি

আফগান সিরিজে টাইগারদের প্রধান কোচ-ফিল্ডিং কোচের নাম ঘোষণা করলো বিসিবি

Avatar

সোমবার, মে ১৪, ২০১৮

প্রিন্ট করুন

আফগানিস্তানের বিপক্ষে ভারতের দেরাদুনে অনুষ্ঠিতব্য টি টোয়েন্টি সিরিজের আগে দল সাজানো নিয়ে নানা পরিকল্পনা করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সেই পরিকল্পনার অংশ হিসেবেই সিরিজটিতে দলের প্রধান কোচ এবং ফিল্ডিং কোচের নাম ঘোষণা করলো বিসিবি।

যেহেতু চূড়ান্তভাবে কোনো হেড কোচ এখনও নির্ধারিত হয়নি, সেক্ষেত্রে আফগানদের বিপক্ষে কোচের ভূমিকায় দেখা যাবে ক্যারিবিয়ান কিংবদন্তী কোর্টনি ওয়ালশকে।

ওয়ালশের পাশাপাশি ফিল্ডিং কোচ হিসেবে বিসিবি নিয়োগ দিয়েছে মোহামেডান স্পোর্টিং ক্লাবের ফিল্ডিং কোচ হিসেবে দায়িত্ব পালন করা সোহেল ইসলামকে।এছাড়া সফরটিতে টিম ম্যানেজারের দায়িত্বে থাকছেন যথারীতি খালেদ মাহমুদ সুজন।এদিকে সোহেল ইসলামকে দায়িত্ব দেয়ার বিষয়টি এরই মধ্যে নিশ্চিত করেছেন বিসিবির ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান আকরাম খান।

উল্লেখ্য আগামী মাসের ৩ তারিখ দেরাদুনে আফগানদের বিপক্ষে প্রথম টি টোয়েন্টি খেলবে বাংলাদেশ ক্রিকেট দল।এরপরের দুটি ম্যাচ অনুষ্ঠিত হবে যথাক্রমে ৫ এবং ৭ জুন। সিরিজের তিনটি ম্যাচই মাঠে গড়াবে একই ভেন্যুতে এবং বাংলাদেশ সময় সাড়ে আটটায়।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন