২০০৯ সাল থেকে সংযুক্ত আরব আমিরাতকেই হোম ভেন্যু হিসাবে ব্যবহার করে এসেছে পাকিস্তান। আন্তর্জাতিক ম্যাচের পাশাপাশি আমিরাতে আয়োজন করেছে পাকিস্তান সুপার লিগও। কিন্তু হঠাৎ করেই ‘ঝুঁকি’র মুখে পড়েছে পাকিস্তান-আরব আমিরাত ক্রিকেটের মধুর সম্পর্কে।
আগামী জানুয়ারিতে ফ্রাঞ্চাইজি ভিত্তিক নিজেদের টি-টুয়েন্টি ক্রিকেট লিগ চালু করতে চাইছে আরব আমিরাত। পাকিস্তানের ডেইলি এক্সপ্রেস পত্রিকার জানাচ্ছে, লিগ হবে পাঁচটি ফ্রাঞ্চাইজির। তাতে দুবাই, শারজাহ, আবুধাবি, আজমান এবং রাসাল কামিয়াহ অংশ নেবে।
পত্রিকাটি আরও জানায়, ফ্রাঞ্চাইজিগুলো খেলোয়াড় নেবে আরব আমিরাত এবং আইসিসির সহযোগী দেশগুলো থেকে। এছাড়া বিশ্বের সব দেশে থেকে নেয়া হবে অনূর্ধ্ব-১৯ ও অনূর্ধ্ব-২৩ খেলোয়াড়দের। শুধু নিজেদের লিগই নয়, আগামী অক্টোবরে আফগানিস্তানের টি-টুয়েন্টির লিগেরও হোম ভেন্যু হতে পারে আমির শাহী। এসব নিয়েই আমিরাত বোর্ডের ওপর বেজার পিসিবি।এ নিয়ে আরব আমিরাত ক্রিকেট কর্মকর্তাদের সতর্ক করেছেন পিসিবি চেয়ারম্যান নাজাম শেঠি।
অক্টোবর এবং মার্চে কোনো টি-টুয়েন্টি লিগ আয়োজন না করতে অনুরোধ জানিয়েছেন তিনি।পিসিবি চেয়ারম্যান কিছুদিন আগেই ইঙ্গিত দেন, পাকিস্তানের চাহিদা মত সময় রাখা না হলে হোম ভেন্যু হিসাবে আরব আমিরাতকে বাদ দিয়ে মালয়েশিয়াতে যাবে তারা। এই নিয়ে দুদেশের ক্রিকেট সস্পর্ক বেশ ‘ঝুঁকি’র মধ্য পড়েছে।যদিও পিসিবির একটি ঘনিষ্ঠ সূত্রের বরাতে পাকিস্তানের ইংরেজি দৈনিক এক্সপ্রেস ট্রিবিউন জানিয়েছে, সম্ভাব্য সমাধানের পথ খুঁজে বের করার জন্য আরব আমিরাত ক্রিকেট কর্তৃপক্ষের সাথে আলোচনা চালিয়ে যাচ্ছে বোর্ড।
সূত্রঃ চ্যানেল আই অনলাইন
সিটি২৪নিউজের ফেসবুক পেজে লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন