আজকের অত্যন্ত গুরুত্বপূর্ন ম্যাচে মুখোমুখি হবে পয়েন্ট টেবিলের সমান তালিকায় থাকা মুম্বাই ও রাজস্থান। তবে পয়েন্ট টেবিলের সমানে থাকলেও সমীকরনে এগিয়ে মুম্বাই।আজকে যে দল জিতবে তারাই যাবে প্লে-অফে। তবে দুইদল যতবার মুখোমুখি হয়েছে সে সমীকরনে এগিয়ে মুম্বাই।
এখন পর্যন্ত মোট ১৭টি ম্যাচে মুখোমুখি হয়েছে এই দুই দল। যার মধ্যে ১০টি ম্যাচ জিতেছে দুইবারের মুম্বাই ইন্ডিয়ান্স।আর ৭টিতে জিতেছে রাজস্থান রয়্যালস। তার থেকেও বড় দু:সংবাদ হলো ভারতের ওয়াংখেড়ে স্টেডিয়ামে মোট চার বার মুখোমুখি হয়ে চারবার ই জিতেছে মুম্বাই।
সিটি২৪নিউজের ফেসবুক পেজে লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন