শিরোনাম

প্রচ্ছদ /   সানরাইজার্স বিপক্ষে মাঠে নামার আগে ধোনিকে মোটিভেট জিভার

সানরাইজার্স বিপক্ষে মাঠে নামার আগে ধোনিকে মোটিভেট জিভার

Avatar

রবিবার, মে ১৩, ২০১৮

প্রিন্ট করুন

পাপা, কাম অন!’ সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে নামার আগে চেন্নাইয়ের সমর্থনে এই বলেই গলা ফাটালেন ধোনির কন্যা জিভা৷ আইপিএলের লাস্ট ল্যাপে এসে ছন্দ হারিয়েছে চেন্নাই সুপার কিংস৷ ১১ ম্যাচে ১৪ পয়েন্ট নিয়ে লিগ তালিকায় দু’নম্বরে থাকলেও শেষ তিন ম্যাচের মধ্যে তারা দু’ম্যাচে হেরেছে৷ রাজস্থানের বিরুদ্ধে ১৭৬ রান তুলেও বোলিং সমস্যা ডুবিয়েছে চেন্নাইকে৷ ধোনিও শেষ ম্যাচে বোলারদের পারফরম্যান্স নিয়ে তুলোধোনা করেছেন৷

প্লে-অফ নিশ্চিত করতে ম্যাজিক ফিগার ১৬ পয়েন্টের থেকে মাত্র দু’পয়েন্ট দূরে রয়েছে চেন্নাই৷ ধোনিদের হাতে এখনও তিন ম্যাচ পরে রইলেও লিগের শেষদিকে এসে ধারাবাহিকতায় কেন চিড় ধরল সেই উত্তরই খুঁজছে এই ফ্র্যাঞ্চাইজি৷ ব্যাটসম্যানরা কাজের কাজ করে দিলেও বোলাররা আশানুরূপ ফল করছেন না৷ নাইট রাইডার্স ও রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে এই কারণের চেন্নাইকে হারতে হয়েছে৷

রাজস্থানের বিরুদ্ধে ধোনিরা হারলেও হায়দরাবাদের বিরুদ্ধে ঘরের মাঠ পুণেতে দুরন্ত কামব্যাকের আশা রাখছে ধোনি কন্য জিভা৷ সেজন্য মাহিকে মোটিভেট করতে বাড়তি উত্তজনা ধরা পড়ল জিভার গলার৷ ছোট্ট এক ভিডিও বার্তায় বাবাকে উদ্দেশ্য করে জিভা বলে, ‘পাপা কাম অন!’ শুধু তাই নয় চেন্নাই কাপ্তানের জন্য এর আগে ‘সিএসকে সিএসকে’ বলে বারকয়েক দলের সমর্থনে গলা ফাটিয়েছে জিভা৷

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন