ইন্ডিয়ান প্রিমিয়ারের লিগের আজকের খেলায় রাত সারে আটটায় ওয়াংখেড়ে স্টেডিয়ামে মাঠে নামবে মুস্তাফিজের মুম্বাই ও রাজস্থান।সমান পয়েন্ট নিয়ে সম অবস্থানে থাকায় আজকের ম্যাচ গুরুত্বপূর্ণ দু’দলের কাছেই। তাইতো আজ শক্তিশালী একাদশ নিয়েই মাঠে নামবে দু’দল।
আজকের হট হিটেট এ ম্যাচে হয়ত খেলানো হতে পারে টাইগার মুস্তাফিজকে। এমন ইঙ্গিত দিচ্ছেন ভারতীয় মিডিয়াগুলো।পর পর তিন ম্যাচে জয় পেলেও জ্বলে উঠতে পারেননি দক্ষিণ আফ্রিকার তারকা জেপি ডুমিনি। আর তার বদলে বাংলাদেশের কাটার মাস্টার মুস্তাফিজকে খেলাতেই পারেন কোচ মাহেলা জয়বর্ধনে!তব তা প্রকাশ্যে আসবে একাদশ ঘোষনার পর।আজকের ম্যাচে দুই দলেই পরিবর্তন থাকবে বলে আশংকা করা যাচ্ছে।
সিটি২৪নিউজের ফেসবুক পেজে লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন