শিরোনাম

প্রচ্ছদ /   ৪ উইকেট হারিয়ে ১৭ ওভার শেষে কেকেআরের সর্বশেষ স্কোর দেখুন

৪ উইকেট হারিয়ে ১৭ ওভার শেষে কেকেআরের সর্বশেষ স্কোর দেখুন

Avatar

শনিবার, মে ১২, ২০১৮

প্রিন্ট করুন

ইন্দোরে কিংস ইলেভেন পাঞ্জাবের বিপক্ষে টসে হেরে আগে ব্যাট করতে নামবে কলকাতা নাইট রাইডার্স। ঘরের মাঠে টসে জিতে আগে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছে পাঞ্জাব অধিনায়ক রবিচন্দ্রন অশ্বিন। টুর্নামেন্টে এখনো পর্যন্ত ১১ ম্যাচ খেলে মাত্র ৫টিতে জিতেছে কলকাতা। পাঞ্জাবের বিপক্ষে এই ম্যাচে হারলেই অনেকটাই ম্লান হয়ে যাবে তাদের শেষ চারে খেলার আশা। অন্যদিকে ১০ ম্যাচে ৬ জয় পাওয়া পাঞ্জাব আছে সুবিধাজনক অবস্থানে।

কেকেআর = ২০৫/৪ ওভার = ১৭ । ক্রিস লিন= ২৭(আউট) , সুনীল নারাইন=৭৫(আউট) ,রবিন উথাপ্পা= ২৪(আউট) ,আন্দ্রে রাসেল=৩১(আউট) ,দিনেশ কার্তিক= ৪৪ ।মাঠে দুই দলের খেলোয়াড়রা যখন জয়ের জন্য লড়বেন, তখন গ্যালারিতেও অন্যরকম লড়াই হবে প্রীতি ও শাহরুখের মধ্যে। এই মুহূর্তে প্লে অফের দৌঁড়ে বেশ সুবিধাজনক অবস্থানে প্রীতির দল। ১০ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার ৩ নম্বরে পাঞ্জাব।কিংস ইলেভেন পাঞ্জাব: ক্রিস গেইল, কেএল রাহুল, ম্যায়াঙ্ক আগারওয়াল, অ্যারন ফিঞ্চ, করুণ নায়ার, অক্ষ প্যাটেল, রবিচন্দ্র অশ্বিন (অধিনায়ক), টাই, মোহিত শর্মা, সেরান, মুজিব উর রহমানকেকেআর : ক্রিস লিন, সুনীল নারাইন, রবিন উথাপ্পা, শুভম্যান গিল, নিতেশ রানা, দিনেশ কার্তিক (অধিনায়ক ও উইকেটরক্ষক), আন্দ্রে রাসেল , জাওয়ান সিয়ারস, পিইউশ চাউলা, প্রসিদ কৃষ্ণ, কুলদীপ যাদব ।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন