শিরোনাম

প্রচ্ছদ /   মোস্তাফিজ ছাড়া মুম্বাই এখন নতুন বিপদে, এখন কি করবে মুম্বাই দেখনিন

মোস্তাফিজ ছাড়া মুম্বাই এখন নতুন বিপদে, এখন কি করবে মুম্বাই দেখনিন

Avatar

শনিবার, মে ১২, ২০১৮

প্রিন্ট করুন

গতকালের অবিশ্বাস্য ম্যাচ জিতে যায় রাজস্থান। টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছিল চেন্নাইয়ের অধিনায়ক ধোনি। ব্যাটিংয়ে নেমে চেন্নাইয়ের সংগ্রহ: ১৭৬/৪ (২০ ওভার) রাউডু ১২, রায়না ৫২ ও ওয়াটসন ৩৯ রান করে আউট হয়েছেন।ধোনি ৩৩ রান করে অপরাজিত থেকে গেছেন। জয়ের জন্য রাজস্থানের টার্গেট ছিল ১৭৭ রান। জবাবে রাজস্থানের সংগ্রহ: ১৭৭/৩ (১৯.৫ ওভার) বাটলার ৯৫ ও গেীতম ০ রান করে ব্যাট করছেন। স্টোকস ১১, স্যামসন, বিন্নি ২ি২ ২১ ও রাহানে ৪ রান করে আউট হয়েছেন।ফলাফলঃ রাজস্থান ৪ উকেটে জয়ী।দেয়ালে পিঠ ঠেকে যাওয়ার পর থেকেই দুর্দান্ত গতিতে এগিয়ে চলছিল মুম্বাই ইন্ডিয়ান্স। তাদের সামনে সমীকরন এখন সব ম্যাচই জিততে হবে। হারলেই প্লে-অফের আশা শেষ হয়ে যাওয়ার পথে থাকবে তারা।

এদিকে মুম্বাইয়ের এমন উথ্থানে পরিবর্তন ঘটেছে আইপিএলের পয়েন্ট টেবিলের। সবার তলানিতে থাকা দলটি এখন উঠে এসেছিল তালিকার চার নম্বরে। ১১ ম্যাচে ১০ পয়েন্ট তাদের। সমান পয়েন্ট নিয়ে রান রেটে পিছিয়ে থেকে ৫ নম্বরে আছেকলকাতা নাইট রাইডার্স।এক নম্বরে থাকা সানরাইজার্সের সংগ্রহ ১১ ম্যাচে ১৮ পয়েন্ট। ১১ ম্যাচে ১৪ পয়েন্ট নিয়ে দুই নম্বরে আছে চেন্নাই সুপার কিংস। ১০ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে তিনে আছে পাঞ্জাব।এদিকে গতকালের ম্যাচ জিতে ১১ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে ৬ নম্বরে আছে রাজস্থান। সম্প্রতি মোস্তাফিজের লেগ কাটারের জন্য তাকে দল থেকে বাইরে রাখেন রোহিত।কিন্তু তার পরিবর্তে বেন কাটিংকে নিয়ে তেমন কোন লাভ হয়নি। আর সেই সাথে এখন ৩টি দল সমান ১০ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলে অবস্থান করছে।সাকিবের আর ধোনির দল প্লে অফ নিশ্চিত করেছে। মাত্র ২ পয়েন্ট পেলেই প্লে অফে খেলবে প্রীতির পাঞ্জাব। বাকি ৩টি দলের মধ্যে মাত্র ১টি ফল প্লে অফে যাওয়ার জন্য লড়বে।যদি কোন এক দল ১টি ম্যাচ হারে তবে তারাই বিপদে পড়বে। যারা ১টি ম্যাচ হারবে তারাই হয়ত বাদ পড়বে। শেষ মুহুর্তে এমন হাড্ডা-হাড্ডি প্রতিযোগিতায় পড়বে সাবেক এই চ্যাম্পিয়ন দল সেটা কল্পনাও করতে পারে নি তারা।

এখন এমন সমিকরন দাড়িয়েছে যে, প্রতিযোগি দুই দলই খুব শক্তিশালী। তাই মাত্র ১টি ম্যাচ হারলেই মুম্বাইয়ের সব শেষ।

দেখেনিন সর্বশেষ পয়েন্ট টেবিলঃ

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন