টস জিতে বলিং করা সিদ্ধান্ত নিল কিংস ইলেভেন পাঞ্জাব। ইনদোরের হলকার ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি অনুষ্ঠিত হয়েছে।
এটি পাঞ্জাবের ১১ তম ম্যাচ ও কলকাতার ১২ তম ম্যাচ। কিন্তু পয়েন্ট টেবিলে এগিয়ে তৃতীয় স্থানে পাঞ্জাব আর পঞ্চম অবস্থাানে কলকাতা। তাই লড়াইটা তুলনামূলক ভাবে দু দলেরই প্লে-অফে ওঠার।
এবারের আসরে এখন পর্যন্ত সানরাইজ হায়দ্রাবাদই শুধুমাত্র প্লে-অফ নিশ্চত করতে পেরেছে।
সিটি২৪নিউজের ফেসবুক পেজে লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন