শিরোনাম

প্রচ্ছদ /   শাহরুখ-প্রীতির অন্যরকম লড়াই

শাহরুখ-প্রীতির অন্যরকম লড়াই

Avatar

শনিবার, মে ১২, ২০১৮

প্রিন্ট করুন

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের ১১তম আসরের ৪৪তম ম্যাচে আজ বিকাল সাড়ে ৪টায় শাহরুখ খানের কলকাতা নাইট রাইডার্সের মুখোমুখি হবে প্রীতি জিনতার কিংস ইলেভেন পাঞ্জাব। মাঠে দুই দলের খেলোয়াড়রা যখন জয়ের জন্য লড়বেন, তখন গ্যালারিতেও অন্যরকম লড়াই হবে প্রীতি ও শাহরুখের মধ্যে।

এই মুহূর্তে প্লে অফের দৌঁড়ে বেশ সুবিধাজনক অবস্থানে প্রীতির দল। ১০ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার ৩ নম্বরে পাঞ্জাব। আজ জিতলেই ৩ নম্বর জায়গা শক্ত করতে পারবে তারা।অন্যদিকে, শুরুতে এক নম্বরে থাকলেও শেষ দিকে খেই হারিয়ে ফেলা শাহরুখের কলকাতার সামনে আজ জয়ের কোনো বিকল্প নেই। এমনিতে ১১ ম্যাচ খেলে মুম্বাইয়ের সমান ১০ পয়েন্ট নিয়ে পাঁচ নম্বরে কেকেআর। এরপর যদি আজ হেরে যায় তাহলে ৬ নম্বরে নেমে যাবে তারা।

এদিকে, ব্যস্ত সিডিউলের ফাঁকে বাদশা শাখরুখ এখন আর মাঠে এসে ম্যাচ দেখার সুযোগ করে উঠতে পারেন না। অন্যদিকে প্রতি ম্যাচেই মাঠে হাজির থেকে পাঞ্জাবের জন্য গলা ফাটান প্রীতি। ফলে বাড়তি একটা উৎসাহ পান পাঞ্চাবের খেলোয়াড়রা। যদিও আগের ম্যাচে মুম্বাইয়ের বিরুদ্ধে ইডেনের হার মাঠে বসে দেখেছেন কিং খান।তাই বলা যাচ্ছে না, আজ তিনি কেকেআর-এর খেলোয়াড়দের উৎসাহ দিতে পারবেন। আর যদি তিনি যান তাহলে নিজ নিজ দলের খেলোয়াড়দের উৎসাহ দিতে গ্যালারিতে দেখা যাবে দুই সেলিব্রেটির এক পরোক্ষ লড়াই।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন