দুঃসময়ে ক্রিকেটাররা ‘একা’ হয়ে পড়েন। বিসিবিও তাদের পাশে থাকে না। একজন ব্যতিক্রম। মাশরাফি মুর্তজা খালি হাতে ফেরান না কাউকে। কেউ বিপদে পড়লেই তার হাত লম্বা হয়ে যায়। লেগ-স্পিনার জুবায়ের হোসেন লিখন ও গৃহকর্মী পেটানোর অপরাধে জেল খাটা পেসার শাহাদাত হোসেন বিসিবির কোনো পরিকল্পনায় নেই। জুবায়ের ও শাহাদাতকে ফেরার লড়াইয়ে কোচের মতো সাহায্য করে যাচ্ছেন মাশরাফি। পাশে থেকে লড়াই করে যাওয়ার পরামর্শ দিচ্ছেন বন্ধু আবদুর রাজ্জাক, তুষার ইমরান, শাহরিয়ার নাফীসদের।মিরপুর একাডেমি মাঠে বুধবার ব্যাটিং অনুশীলন করছিলেন তামিম ইকবাল। বোলার জুবায়ের। ছিলেন শাহাদাত হোসেনও। শাহাদাত বলেন, ‘আমি প্রায় ১২ কেজি ওজন কমিয়েছি। মাশরাফির পরামর্শ আমাকে অনুপ্রাণিত করেছে।’ তামিম বলেন, ‘শাহাদাতের গতি আগের চেয়ে বেড়েছে।’
২০১৪ সালে জাতীয় দলে সুযোগ পাওয়া লেগ-স্পিনার জুবায়ের হারিয়েই গিয়েছিলেন। গত বছর বিপিএলে রংপুর রাইডার্সের সঙ্গে অনুশীলন করার জন্য মাশরাফি তাকে ডাকেন। জুবায়ের এখন উন্নতি করছেন। মাশরাফির পরামর্শে জাতীয় দলের অনুশীলন ক্যাম্পে নেট বোলার হিসেবে থাকার সুযোগ পাওয়া জুবায়ের বলেন, ‘মাশরাফি ভাই অনেক সাহায্য করছেন। প্রথমদিকে উনার পরামর্শ বুঝতে পারিনি। এখন ভাবি তখন যদি পরামর্শ শুনতাম, আজ তাহলে আরও ভালো জায়গায় থাকতাম।’২০১৫ ওয়ানডে বিশ্বকাপের আগে কোচ চন্ডিকা হাথুরুসিংহে ডান-হাতি পেসার আল-আমিন হোসেনকে দলে রাখবেন না বলে জানিয়ে দিয়েছিলেন। মাশরাফি জোর করে তাকে দলে নেন। মাশরাফির মর্যাদা রাখেননি আল-আমিন।
শৃঙ্খলাভঙ্গের দায়ে তাকে অস্ট্রেলিয়া থেকে দেশে ফিরে আসতে হয়। আল-আমিনও এখন বিসিবির কোনো পরিকল্পনায় নেই। সেদিন এসেছিলেন মিরপুরে মাশরাফির সঙ্গে দেখা করতে। ২০১৪ সালে বাংলাদেশের ওয়েস্ট ইন্ডিজ সফরে তিন ওয়ানডেতে সর্বোচ্চ ১০ উইকেট নিয়েছিলেন আল-আমিন।দুঃসময়ে তিনি আবারও ফিরেছেন মাশরাফির কাছে। এবারও ফিরিয়ে দেননি মাশরাফি। আল-আমিনের মতো অনেকেই মাশরাফির আস্থার প্রতিদান দিতে পারেননি। রুবেল হোসেন, নাসির হোসেন, আরাফাত সানি, সাব্বির রহমান, মোসাদ্দেক হোসেন, তাসকিন আহমেদের মতো অনেকেরই বিপদের সময় পাশে দাঁড়িয়েছেন বাংলাদেশ ওয়ানডে অধিনায়ক।তবে এখন একটা জায়গায় কঠোর হয়েছেন মাশরাফি। নেতিবাচক কাজ করে তার সাহায্য চাইলে তিনি ফিরেও তাকাবেন না। উল্টো কীভাবে শাস্তি হয় তার ব্যবস্থা করবেন। মাশরাফি বলেন, ‘অনেক সময় না বুঝে ভুল হয়ে যেতে পারে। কিন্তু বুঝেশুনে ভুল করলে মেনে নেয়া যায় না।’
সিটি২৪নিউজের ফেসবুক পেজে লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন