শিরোনাম

প্রচ্ছদ /   যে কারনে আই্পিএলে প্রথম কোয়ালিফায়ার ম্যাচের আগে হবে নারীদের ম্যাচ

যে কারনে আই্পিএলে প্রথম কোয়ালিফায়ার ম্যাচের আগে হবে নারীদের ম্যাচ

Avatar

শনিবার, মে ১২, ২০১৮

প্রিন্ট করুন

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএলের কদর বিশ্বব্যাপী। এবার এই ট্রুনামেন্টের একাদশতম আসর চলছে। তবে বিশ্বের অন্যান্য বিভিন্ন বড় বড় ট্রুনামেন্টে নারী আসর থাকলেও আইপিএলে নারীদের ট্রুনামেন্ট নেই। তাই এবার সেই না থাকা কাজটিই করতে যাচ্ছে ভারত। সেটাও শুরু হচ্ছে এবার থেকেই।

আগামী ২২ মে আইপিএলের প্রথম কোয়ালিফায়ার ম্যাচের আগে নারীদের একটি প্রদর্শনী ম্যাচ অনুষ্ঠিত হবে। নিয়ম মতই এই ম্যাচে দুই দলে ৪জন করে বিদেশী ক্রিকেটার থাকবে। এদিন মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে বাংলাদেশ সময় দুপুর ৩টায় শুরু হবে ম্যাচটি। খেলোয়ারের জন্য ইংল্যান্ড, অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকার ক্রিকেট বোর্ডের সাথে খেলোয়াড়দের ব্যাপারে যোগাযোগ করেছে বিসিসিআই।

উপদেষ্টা কমিটির সদস্য ও সাবেক ভারতীয় নারী ক্রিকেটার ডায়ানা এদুলজি বিস্তারিত জানিয়েছেন ম্যাচটি সম্পর্কে, ‘আইপিএলের মত করেই প্রদর্শনী ম্যাচটি খেলা হবে। দুই দল মিলিয়ে ১০ জন বিদেশী ও ২০ জন ভারতীয় খেলোয়াড় থাকবেন। জাতীয় দলের নির্বাচক কমিটি ভারতীয় ক্রিকেটারদের নির্বাচন করবে। খেলা দুপুর আড়াইটায় (বাংলাদেশ সময় ৩টা) শুরু হবে এবং সরাসরি সম্প্রচারিত হবে।’

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন