শিরোনাম

প্রচ্ছদ /   লজ্জাই বাড়াচ্ছে, রান নয়

লজ্জাই বাড়াচ্ছে, রান নয়

Avatar

শনিবার, মে ১২, ২০১৮

প্রিন্ট করুন

দক্ষিন আফ্রিকায় একের পর এক ম্যাচে হেরেই যাচ্ছে বাংলাদেশ নারী দল। তাও আবার যেমন তেমন হার নয়। বিশাল ব্যবধানে হেরে লজ্জা বাড়িয়েই নিচ্ছে নারী ক্রিকেট দলটি। সিরিজের চতুর্থ ওয়ানডেতেও ১৫৪ রানের বড় ব্যবধানে হেরেছে রুমানারা।

ম্যাচ বাই ম্যাচ উন্নতি তো দূরের কথা, বরং এক একটি ম্যাচ যাচ্ছে আর পারফর্মেন্স আরো খারাপ হচ্ছে। প্রথম ম্যাচে করেছিল ১৬৪ রান। পরের দুই ম্যাচে অলআউট হয়েছে ৮৯ আর ৭১ রানে। এবার ৭৬ রান করতে আগের ম্যাচের চেয়েও কম ওভার উইকেটে টিকতে পেরেছেন রুমানারা। আগের ম্যাচে গুটিয়ে গিয়েছিলেন ৩৬.৫ ওভারে, এবার ৩৩.২ ওভারেই।

টসে জিতে প্রথম ব্যাটিং বেছে নিয়েছিল দক্ষিণ আফ্রিকা। ওপেনার লিজেলি লি আর অধিনায়ক ক্লো টাইরনের জোড়া হাফসেঞ্চুরিতে ৭ উইকেটে ২৩০ রানের লড়াকু পুঁজি দাঁড় করায় স্বাগতিকরা। লি ৭০ আর টাইরন করেন ৬০ রান।

জবাব দিতে নেমে নিয়মিত বিরতিতেই উইকেট হারিয়েছে বাংলাদেশ। ফারজানা হক আর শামিমা সুলতানা ছাড়া বাকি ব্যাটসম্যানদের মধ্যে কেউই দুই অংকের ঘর ছুঁতে পারেননি। ফারজানা ২২ আর শামিমা করেন ১৭ রান।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন