শিরোনাম

প্রচ্ছদ /   আইপিএলে সেরা উইকেট শিকারী বোলারের তালিকায় সাকিব

আইপিএলে সেরা উইকেট শিকারী বোলারের তালিকায় সাকিব

Avatar

শনিবার, মে ১২, ২০১৮

প্রিন্ট করুন

আইপিএলে দুর্দান্ত পারফর্ম করছেন সাকিব আল হাসান। প্রতিপক্ষের ব্যাটসম্যানদের জন্য গলার কাটা হয়ে আছেন সাকিব আল হাসান। মৌসুমের প্রথম ম্যাচ থেকেই দুর্দান্ত পারফর্ম করা সাকিব এখন সানরাইজার্সের মধ্যমনি। ব্যাট এবং বল হাতে সানরাইজার্সের হয়ে দুর্দান্ত পারফর্ম করা সাকিব আল হাসান এই সময়ে সানরাইজার্সের ১১টি ম্যাচেই খেলেছেন।

এই সময়ে সাকিব ১১ ম্যাচে ১২টি উইকেট তুলে নিয়েছেন প্রতিপক্ষের। তার বোলিং ইকোনোমি রেট ৭.৪৭। ব্যাট হাতেও রেখেছেন অবদান। করেছেন ১৫৮ রান।

বোলিং তালিকায় সবার উপরে আছে হার্ডিক পান্ডেয়া। ১০ ম্যাচে ১৬টি উইকেট তার। সমান ১৬টি উইকেট নিয়েছেন পাঞ্জাবের আন্দ্রে টাই। ১৪টি করে উইকেট নিয়েছেন তিন জন। এরা হলেন মুজিব, মারকান্দে ও উমেশ যাদব।

১৩টি করেও উইকেট নিয়েছেন ৩জন বোলার। এরা হলেন রশিদ খান, ট্রেন্ট বোল্ট ও সিদ্ধার্থ কুল। সাকিবের সমান ১২টি করে উইকেট নিয়েছেন আরো দুজন। এরা হলেন ম্যাকক্লেঘান ও জসপ্রিত বোমরাহ।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন