শিরোনাম

প্রচ্ছদ /   তরুণ ও অভিজ্ঞদের নিয়ে টেস্ট দল ঘোষণা

তরুণ ও অভিজ্ঞদের নিয়ে টেস্ট দল ঘোষণা

Avatar

শনিবার, মে ১২, ২০১৮

প্রিন্ট করুন

ইনজুরিতে জর্জরিত শ্রীলঙ্কা ক্রিকেট দল। আঙ্গুলের ইনজুরিতে আছেন নিয়মিত ওপেনার দিমুথ করুনারত্নে। পিঠের ইনজুরিতে পেসার দুষ্মন্ত চামিরা ও হ্যামস্ট্রিংয়ের ইনজুরিতে নুয়ান প্রদীপও ছিটকে গেছেন দলের বাইরে। আর সামনেই কিনা ওয়েস্ট ইন্ডিজ সফর। তাই এই বিপদ থেকে রক্ষা পেতে নতুন এবং অভিজ্ঞদের শরণাপন্ন হয়েছেন কোচ চন্ডিকা হাথুরুসিংহে। এ কারনের ৩১ বছর বয়সে শ্রীলঙ্কার টেস্ট দলে সুযোগ পেলেন ওপেনিং ব্যাটসম্যান মাহেলা উদাত্তে। সেই সঙ্গে কাসুন রাজিথা, জেফ্রে ভেন্ডারসে আর আসিথা ফার্নান্ডোর মত নতুনদেরো দলে নিয়েছন কোচ হাথুরু।

মাহেলা উদাত্তে সীমিত ওভারে দিয়ে আন্তর্জাতিক আঙিনায় অভিষেকের দশ বছরেরও বেশি সময় পরে দলে ফিরেছেন। তবে ঘরোয়া ক্রিকেট পারফর্ম করেই ভেন্ডারসে জায়গা করে নিয়েছেন।

ক্যারিবীয় দ্বীপপুঞ্জে কখনই সিরিজ জিততে পারেনি লঙ্কানরা। তাই এবারেরওয়েস্ট ইন্ডিজ সফরে খরা কাটাতে চায় কোচ চন্ডিকা হাথুরু। সিরিজের প্রথম টেস্ট শুরু ৬ জুন থেকে।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন