প্রীতি-বীরুর মধ্যে সংঘাত চরমে। রাজস্থান রয়্যালসের কাছে হারের পরেই লেগে গিয়েছিল কিংস ইলেভেন পঞ্জাব মালিক প্রীতি জিন্টা ও মেন্টর বীরেন্দ্র সহবাগের মধ্যে। সেই ঝামেলা এবার অন্য রূপ নিচ্ছে। প্রীতির ব্যবহারে ফুঁসছেন সহবাগ। ঘনিষ্ঠমহলে জানিয়ে দিয়েছেন প্রীতির দুর্ব্যবহার তিনি সহ্য করবেন না।
রাজস্থান রয়্যালস ১৫৮ রানের টার্গেট দিয়েছিল কিংস ইলেভেন পঞ্জাবকে। সেই রানও তুলতে ব্যর্থ হয়েছে কিংস ইলেভেন। আর তার পরেই ক্ষোভে ফেটে পড়েন প্রীতি। ক্ষোভ উগড়ে দিয়েছিলেন দলের মেন্টর বীরুর উপরে। একাধিক প্রশ্ন করেছিলেন সহবাগকে উদ্দেশ্য করে। সেই সব প্রশ্ন শুনে অত্যন্ত ক্ষুব্ধ ভারতের প্রাক্তন ওপেনার।
কিংস ইলেভেন পঞ্জাবের সঙ্গে পাঁচ বছরের সম্পর্ক সহবাগের। অনেকেই প্রশ্ন তুলেছেন, এর পর কি বীরুকে দেখা যাবে কিংস ইলেভেন পঞ্জাবে? অবশ্য সে সব অনেক পরের কথা। পয়েন্ট তালিকায় বেশ ভাল জায়গায় রয়েছে কিংস ইলেভেন পঞ্জাব। তিন নম্বরে প্রীতির দল। শনিবার কেকেআর-এর সঙ্গে ম্যাচ রয়েছে কিংস ইলেভেন-এর। আপিএল-এও এখনও বেশ খানিকটা পথ যাওয়া বাকি পঞ্জাবের। কিন্তু মালকিন ও বীরুর সম্পর্ক যেভাবে তলানিতে এসে ঠেকেছে, তার প্রভাব আবার ক্রিকেটারদের উপরে এসে পড়বে না তো?
একটি ওয়েবসাইটে প্রকাশিত তথ্য অনুযায়ী, কিংস ইলেভেন পঞ্জাব-এর এক কর্তাকে ক্ষুব্ধ বীরু নাকি বলেছেন, প্রীতির নায়িকাসুলভ ‘নখরা’ আর তিনি সহ্য করবেন না। কোথাকার জল এখন কোথায় গড়ায় সেটাই দেখার।
সিটি২৪নিউজের ফেসবুক পেজে লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন