ডেভিড ওয়ার্নারের সঙ্গে খেলতে চান না অস্ট্রেলিয়ার ক্রিকেটাররা। আর ক্রিকেট অস্ট্রেলিয়াকে তারা জানিয়েও দিয়েছেন সেই কথা। চারদিকে যখন এমন সব খবর, তখন অস্ট্রেলিয়ার টেস্ট ও একদিনের দলের অধিনায়ক টিম পেইন উড়িয়ে দিলেন এমন দাবিকে।
পেইন বলেছেন, ডেভিড ওয়ার্নার যেরকম মানুষ, যে ধরনের ক্রিকেটার, তার সম্পর্কে এ ধরনের কথা না বলাই ভাল। মাঠে ওয়ার্নার দারুণ লড়াকু। আগ্রাসী। সে অত্যন্ত বিশ্বাসযোগ্য একজন সতীর্থ। যে অন্যদের খেয়াল রাখে। টিমম্যান।’
বল বিকৃতির ঘটনা সামনে আসার পর ওয়ার্নার নাকি নিজেকে সতীর্থদের থেকে দূরে সরিয়ে নিয়েছিলেন। টিমের হোয়াটসঅ্যাপ গ্রুপও নাকি ছেড়ে দেন। টিমের হোটেলে একা বসে আছেন, এই ধরনের ছবিও সামনে আসে।
পেইন বলেন, ‘যতদূর জানি, প্লেয়াররা এসএমএস, ফোনে যোগাযোগ রেখেছিল অস্ট্রেলিয়ায় ফেরার পর। ওয়ার্নার দলে আগেও সম্মানিত ছিল, ভবিষ্যতেও থাকবে। আমি যতক্ষণ দলে আছি, জোর গলায় বলতে পারি, তাকে খোলা মনেই আমরা স্বাগত জানাব।’
সিটি২৪নিউজের ফেসবুক পেজে লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন