এবারের আইপিএল নিলামে ২ কোটি রুপিতে সাকিব আল হাসানকে দলে ভেড়ায় সানরাইজার্স হায়দরাবাদ। আর আসরের শুরু থেকে সাকিবের উপর আস্থা দেখান দলটির বোলিং কোচ লঙ্কান লিজেন্ড মুত্তিয়া মুরালিধরন। এবার সাকিবের বন্দনায় যোগ দিলেন সানরাইজার্স হায়দরাবাদের মেন্টর ভিভিএস লক্ষণ।
গতকাল ভিভিএস লক্ষণ বলেন, হায়দরাবাদের অধিনায়ক হওয়ার যোগ্যতা আছে সাকিব আল হাসানের। আইপিএলের চলতি মৌসুমে মাঠে নামার আগেই দুঃসংবাদ শোনে হায়দরাবাদ। বল টেম্পারিং কাণ্ডে জড়িত থাকার দায়ে নিষিদ্ধ অধিনায়ক ডেভিড ওয়ার্নারকে ছাড়াই মাঠে নামতে হয় দলটিকে।
আর সানরাইজার্স হায়দরাবাদ দলের নেতৃত্ব তুলে দেয়া হয় কিউই ব্যাটসম্যান কেন উইলিয়ামসনের হাতে। ভারতের সাবেক ব্যাটসম্যান ভিভিএস লক্ষণ বলেন, ‘এবারের মৌসুমে আমরা ডেভিড ওয়ার্নারকে পাবো না তা আগে থেকে জানতাম না। তবে আমরা তার বিষয়টি সামলাতে সক্ষম হয়েছি। ভাগ্য ভালো আমাদের দলে উইলিয়ামসন, সাকিব, ধাওয়ানের মতো নেতাসুলভ ক্রিকেটার রয়েছে।
তিনি আরো বলেন, ‘ওয়ার্নার অধিনায়ক থাকাকালেও সবাই কেনকে (উইলিয়ামসন) সম্মান করতো। এবার আমাদের দলে রয়েছে সাকিব। সে নিজেও একজন অভিজ্ঞ আন্তর্জাতিক ক্রিকেটার ও অধিনায়ক। সুতরাং আমাদের হাতে অনেক অপশন ছিল।’ আইপিএল ক্যারিয়ারে ইতিমধ্যে ৫৪ ম্যাচ খেলে নিয়েছেন সাকিব আল হাসান।এতে সাকিবের সংগ্রহ ৬৫৬ রান ও বল হাতে শিকার ৫৫ উইকেট। গত ছয় মৌসুম কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলেন বাংলাদেশ টেস্ট ও টি-টোয়েন্টি দলের অধিনায়ক সাকিব আল হাসান। এখানে দুইবার শিরোপার স্বাদও নেন বাংলাদেশের বিশ্বসেরা এ অলরাউন্ডার।
সিটি২৪নিউজের ফেসবুক পেজে লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন