কেপ টাউনে বল বিকৃতি কাণ্ডের অন্যতম কুশীলব ক্যামেরন ব্যানক্রফটের পাশে দাঁড়ালেন নবনিযুক্ত অজি হেড কোচ জাস্টিন ল্যাঙ্গার৷ দলনায়কের নির্দেশে বল বিকৃত করে ন’মাস আন্তর্জাতিক ও ঘরোয়া ক্রিকেট থেকে নির্বাসিত হয়েছেন ব্যানক্রফট৷ তরুণ অজি ওপেনারের পরিস্থিতি উপলব্ধি করে ল্যাঙ্গারের মত, তাঁর অধিনায়ক অ্যালান বর্ডার নির্দেশ দিলে তাঁকেও বল বিকৃত করতে হত৷
আসলে ল্যাঙ্গার বোঝাতে চেয়েছেন যে, নবাগত কোনও ক্রিকেটারের পক্ষে অধিনায়কের নির্দেশ অমান্য করা দুস্কর৷ তাছাড়া ক্যাপ্টেন পাশে থাকলে কোনও ভুল কাজ করতে খুব বেশি দুঃসাহসের প্রয়োজন হয় না৷১৯৯৩ সালে অ্যাডিলেডে বর্ডারের নেতৃত্বে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টেস্ট অভিষেক হয়েছিল ল্যঙ্গারের৷ ৪৭ বছর বয়সি প্রাক্তন টপ অর্ডার ব্যাটসম্যান ক’দিন আগেই অস্ট্রেলিয়ার হেড কোচের দায়িত্ব নিয়েছেন৷
ব্যানক্রফটের পাশে দাঁড়ালেও ল্যাঙ্গার স্পষ্ট জানিয়েছেন যে, তাঁর সময়ে অধিনায়ক বর্ডার বা কোচ বব সিম্পসন কখনও কোনও অনৈতিক কাজকে প্রশ্রয় দিতেন না৷ বরং খেলায় কোনও দূর্নীতি দেখলে কোচ সিম্পসন দলের যে কোনও ক্রিকেটারকে খুন করে ফেলতে পারতেন বলে তাঁর ধারণা৷
ল্যাঙ্গার বলেন, ‘যদি অ্যালান বর্ডার আমাকে বল বিকৃত করতে বলতেন, তবে আমাকে তাই করতে হত৷ কারণ, আমার সামনে কোনও উপায় থাকত না৷ তফাৎ হল এটাই যে, বর্ডার আমাকে কখনই এমনটা বলেনি৷ এমন কিছু করলে সিম্পসন আমাকে খুন করে ফেলতেন৷অনৈতিক কোনও কাজ করলে বব যে কোনও ক্রিকেটারকে খুন করে ফেলতে পারতেন৷ ব্যানক্রফটের বিষয়টা তাই সকলের বোঝা উচিত৷ আমি বিশ্বাস করি না যে, দলে ঢুকেই কোনও সিদ্ধান্ত নেওয়ার মতো পরিস্থিতিতে ছিল ও৷ অনেক সময় সিনিয়রদের কথা অমান্য করা সম্ভব হয় না৷’
সিটি২৪নিউজের ফেসবুক পেজে লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন