চলতি বছরের আগস্ট-সেপ্টেম্বরে অস্ট্রেলিয়া সফরের কথা ছিলো বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের। কিন্তু আর্থিক সংকটের অজুহাতে এ বছর বাংলাদেশের সফর বাতিল করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া। বুধবার দেশটির বোর্ড আর্থিক ভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার কারণ দেখিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি) জানিয়ে দেয়, সিরিজ আয়োজন করতে সমর্থ নয় তারা।
আগস্ট-সেপ্টেম্বরে বাংলাদেশের অস্ট্রেলিয়া সফর বাতিল করলেও এর পরিবর্তে ২০১৯ সালে টাইগারদের সঙ্গে টি-টোয়েন্টি সিরিজ খেলতে চায় অস্ট্রেলিয়া। ইতিমধ্যে বিসিবিকে এ প্রস্তাব দিয়েছে সিএ। আপাতত নাকি এ নিয়েই এখন দুই বোর্ডের মধ্যে কথা চালাচালি হচ্ছে।
বাংলাদেশ গেলে খেলা হতো উত্তর অস্ট্রেলিয়ায়। ঐতিহাসিকভাবেই আগস্ট-সেপ্টেম্বরে সেখানে টেস্টে দর্শক পাওয়া যায় কম। ফুটবল মৌসুমের মাঝে সিরিজটি সম্প্রচারে আগ্রহী নন টিভি সম্প্রচারকরাও। তাই তা বাতিল করেছে সিএ। এতে নাকি সম্মতি আছে বিসিবিরও।
তবে সফরকারীদের একেবারে বঞ্চিত করতে চাচ্ছে না অস্ট্রেলিয়া। তাই আগামী বছর টি-টোয়েন্টি সিরিজ খেলার প্রস্তাব দিয়েছে তারা। এটি ত্রিদেশীয় টুর্নামেন্টও হতে পারে।
অবশ্য এর নেপথ্যে লুকিয়ে আছে ক্যাঙ্গারুদের স্বীয় স্বার্থ। ২০২০ সালে তাদের মাটিতেই হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ। এর প্রস্তুতি হিসেবে সেই সিরিজটি খেলতে চায় তারা। কারণ দেখিয়ে বলা হয়েছে, এখানে খেললে বিশ্ব আসরের আগে অস্ট্রেলিয় কন্ডিশনের সঙ্গে খাপ খাওয়াতে পারবেন লাল-সবুজ জার্সিধারীরা।
সিটি২৪নিউজের ফেসবুক পেজে লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন