আইপিএলের এবারের আসরে বেশ কিছু তরুণ খেলোয়াড় দুর্দান্তভাবে নিজেদের মেলে ধরেছেন। রিশভ পান্ত যার মধ্যে অন্যতম। দিল্লি ডেয়ারডেভিলসের এই ব্যাটসম্যান বৃহস্পতিবার সানরাইজার্স হায়দ্রাবাদের বিপক্ষে খেলেছেন অবিশ্বাস্য একটা ইনিংস। ৬৩ বলে ১২৮ রানের ইনিংস খেলেন এই ব্যাটসম্যান। হায়দ্রাবাদের বিপক্ষে ম্যাচটা জেতা হয়নি দিল্লির। পান্তের ইনিংস নিয়ে আলোচনা চলছে। সাবেক ভারতীয় অধিনায়ক সৌরভ গাঙ্গুলী ২০ বছর বয়সী পান্তকে ভারতীয় ক্রিকেটের ভবিষ্যৎ হিসেবে বলে দিচ্ছেন।
ফিরোজ শাহ কোটলা স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে বৃহস্পতিবার অপরাজিত ১২৮ রানের ইনিংস খেলার পথে ১৫টি চার ও ৭টি ছক্কা হাঁকিয়েছেন পান্ত। আসরে এখন পর্যন্ত সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায় সবার উপরে। ১১ ম্যাচ খেলে ৩টি ফিফটি ও ১ সেঞ্চুরি সহ ৫২১ রান করেছেন তিনি। পান্তে মুদ্ধ সৌরভ বলেন, ‘আমি মনে করি সে ভারতীয় দলের ভবিষ্যৎ।’
আইপিএলে ধারাবাহিক পারফরম্যান্সের পরও অবশ্য সদ্য ঘোষিত হওয়া আয়ারল্যান্ড ও ইংল্যান্ডের বিপক্ষে টি-টুয়েন্টি সিরিজে সুযোগ পাননি পান্ত। তবে এখনই জাতীয় দলে ঢুকতে হবে এমনটা মনে করেন না সৌরভ, ‘পান্তের মতো ইশান কিশানেরও সামনে সময় আসছে। তারা খুবই তরুণ, তাই এতো তাড়া নেই। তারা যত খেলবে ততো পরিণত হবে। আগামী বছরগুলোতে তারা ভারতীয় দলে খেলবে।’
রিশভ পান্ত উইকেট রক্ষক ব্যাটসম্যান। সৌরভ ভারতীয় দলে মহেন্দ্র সিং ধোনি এবং দিনেশ কার্তিকে এখনো সবচেয়ে এগিয়ে রাখছেন, ‘এখন ধোনি রয়েছে। আপনি এই মুহূর্তে ধোনির বিকল্প খুঁজতে পারেন না। এরপর দিনেশ কার্তিক রয়েছে। সে জাতীয় দলে খেলার দাবী রাখে। বিশেষ করে শ্রীলঙ্কায় যখন ভারত হেরে যাচ্ছিল তখন সে যা করেছে (বাংলাদেশের বিপক্ষে)। দিনেশ তাই যে কারো চেয়ে জাতীয় দলে খেলার দাবি রাখে। কারণ আমি মনে করি সে অনেক ভালো একজন খেলোয়াড়।’
তবে পান্তের ইনিংস দেখে গাঙ্গুলী ২০০৮ সালে আইপিএলের প্রথম আসরে ব্রেন্ডন ম্যাককালামের ইনিংসটির কথা বলছেন। সাবেক কেকেআর অধিনায়ক বলেন, ‘আমি আইপিএলের প্রথম আসরে অন্যপ্রান্ত থেকে ম্যাককালামের ব্যাটিং দেখেছি। আমি তার সঙ্গে ব্যাট করেছি। কিন্তু রিশভ পান্ত গতকাল বিস্ময়কর কিছু করেছে। দ্রুত উইকেট হারিয়ে দিল্লি ভুগছিল। একটা রান আউটের দায় তার ঘাড়ে ছিল। কিন্তু এই তরুণ খেলোয়াড়টি পরে দুর্দান্ত খেলেছে।-পরিবর্তন
সিটি২৪নিউজের ফেসবুক পেজে লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন