শিরোনাম

প্রচ্ছদ /   মাশরাফির আনুষ্ঠানিক সিদ্ধান্তের অপেক্ষায় বিসিবি

মাশরাফির আনুষ্ঠানিক সিদ্ধান্তের অপেক্ষায় বিসিবি

Avatar

শুক্রবার, মে ১১, ২০১৮

প্রিন্ট করুন

টেস্ট ক্রিকেটে আবারো ফিরছেন মাশরাফি বিন মর্তুজা- এমন গুঞ্জন বেশ কিছুদিন থেকেই ঘুরপাক খাচ্ছে দেশের ক্রিকেট অঙ্গনে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডও (বিসিবি) অবশ্য চাইছে টেস্টে ফিরুক মাশরাফি। বিসিবির ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান আকরাম খান নিজেও আভাস দিয়েছেন এমনটা।

যদিও মাশরাফির ফেরার বিষয়টি তাঁর ওপরেই ছেড়ে দিয়েছেন আকরাম। জানিয়েছেন নড়াইল এক্সপ্রেস আনুষ্ঠানিকভাবে তাঁর ফেরার সিদ্ধান্ত জানালে তবেই বিসিবি পরবর্তী পদক্ষেপ নিবে।মোট কথা মাশরাফির আনুষ্ঠানিক সিদ্ধান্তের অপেক্ষাতেই আছে এখন বোর্ড। এই প্রসঙ্গে আকরাম খান গণমাধ্যমকে বলেছেন, টেস্টে সে (মাশরাফি) আগ্রহ প্রকাশ করেছে তবে অফিসিয়ালি সেটি জানালে খুব ভালো হবে।

মাশরাফির সামর্থ্য নিয়ে কোনও সন্দেহ বোর্ডের না থাকায় তাঁর টেস্টে ফেরার সিদ্ধান্তকে গুরুত্ব সহকারেই বিবেচনা করা হবে বলে নিশ্চিত করেছেন বিসিবির এই কর্মকর্তা। আকরামের ভাষ্যমতে,আমাদের মাশরাফিকে নিয়ে কোন সন্দেহ নেই। সে অন্যতম সেরা একজন খেলোয়াড়। সে যদি অফিসিয়ালি জানায় তাহলে আমরা সেই ব্যাপারটি খুবই উৎসাহ সহকারে বিবেচনা করবো।

উল্লেখ্য ২০০৯ সালে সর্বশেষ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট খেলেছিলেন মাশরাফি বিন মর্তুজা। এরপর থেকে ইনজুরির কারণে আর সাদা পোশাকে খেলা হয়নি নড়াইল এক্সপ্রেসের। বর্তমানে শুধু ওয়ানডে ফরম্যাটে খেলছেন তিনি

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন