১১তম টেস্ট দল হিসেবে আজ টেস্ট অভিষেক হচ্ছে আয়ারল্যান্ডের। অভিষেক টেস্টের দিনে ডাবলিনে পাকিস্তানের মুখোমুখি হচ্ছে আইরিশরা। গত বছর জুনে টেস্ট মর্যাদা পেয়েছে আয়ারল্যান্ড। এক বছর পর আজ সাদা জার্সিতে মাঠে নামছে তারা।ইংল্যান্ড, অস্ট্রেলিয়া ও ভারতের পর এবার চতুর্থ দেশ হিসেবে কোন দলের সঙ্গে অভিষেক টেস্ট খেলবে পাকিস্তান। পাকিস্তান ও আয়ারল্যান্ডের মধ্যকার সিরিজের একমাত্র টেস্ট ম্যাচটি অনুষ্ঠিত হবে বাংলাদেশ সময় বিকেল চারটায়।
আয়ারল্যান্ডের অভিষেক টেস্টের সঙ্গে যুক্ত হতে পেরে পাকিস্তান অধিনায়ক সরফরাজ বলেছেন,‘এই ঐতিহাসিক টেস্ট ম্যাচটির সঙ্গে যুক্ত হওয়াটা অনেক সম্মানের এবং আমরা সবাই এই ম্যাচটির জন্য অপেক্ষা করছি। আয়ারল্যান্ডের ক্রিকেট ঐতিহ্য চমৎকার, তারা ঘরের মাঠে খেলছে এবং আশা করি তারা তাদের সেরাটা দিতে পারবে।’
আয়ারল্যান্ডের স্কোয়াড: উইলিয়াম পোর্টারফিল্ড (অধিনায়ক),বোয়েড র্যা নকিন, অ্যান্ড্রু ব্যালবার্নি, এড জয়েস, টাইরন কেন, অ্যান্ডি ম্যাকব্রিন, টিম মুর্টাঘ, কেভিন ও’ব্রায়ান, নিল ও’ব্রায়ান, ন্যাথান স্মিথ, পল স্টার্লিং, জেমস শ্যানন, স্টুয়ার্ট থম্পসন ও গ্যারি উইলসন।
পাকিস্তান স্কোয়াড : সরফরাজ আহমেদ (অধিনায়ক), আজহার আলি, ইমাম-উল-হক, সামি আসলাম, হারিস সোহেইল, বাবর আজম, ফখর জামান, সাদ আলি, আসাদ শফিক, উসমান সালাউদ্দিন, শাদাব খান, মোহাম্মদ আমির, মোহাম্মদ আব্বাস, হাসান আলি, রাহাত আলি, ফাহিম আশরাফ।
সিটি২৪নিউজের ফেসবুক পেজে লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন