চলতি আইপিএলে সানরাইজার্স হায়দ্রাবাদের জার্সিতে দারুণ পারফর্ম করে যাচ্ছে দেশসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। দলের প্রয়োজনে বল-ব্যাট হাতে দারুণ অবদান রাখছেন তিনি। প্রতিটি ম্যাচেই দলকে ২৪ থেকে ৪০ রানের মত ইনিংস উপহার দিচ্ছেন সাকিব। যদিও চলতি আসরে এখনো ব্যাট হাতে অর্ধশতকের দেখা পাননি সাকিব। তবে প্রতি ম্যাচেই ভালো পারফর্ম করে যাচ্ছেন তিনি। অন্যদিকে বল হাতেও দারুণ সাকিব। উইকেটের দেখা না পেলেও ইকোনমি রেট সবসময় সংযত সাকিবের।
বেশিরভাগ সময়েই তার ইকোনমি রেট ৮ এর উপরে উঠছে না। হায়দ্রাবাদের সর্বশেষ ম্যাচেও বল হাতে দুর্দান্ত পারফরম্যান্স উপহার দিয়েছেন সাকিব। নিজের প্রথম ওভারেই দিল্লির দুই ওপেনার পৃথ্বী শ্ব ও জেসন রায়কে সাঝঘরে ফেরেন তিনি। এছাড়া ৪ ওভার বল করে ২৭ রান দিয়ে দুই উইকেট শিকার করেছেন সাকিব। আর তাইতো ম্যাচ শেষে সাকিবকে প্রশংসায় ভাসালেন হায়দ্রাবাদের বোলিং কোচ মুত্তিয়া মুরালিধরন।
ভারতীয় জনপ্রিয় এক গণমাধ্যমকে এ প্রসঙ্গে তিনি বলেন, ‘ আমি টম মুডির সঙ্গে সাকিব আল হাসান সম্পর্কে কথা বলেছি। সবাই অবশ্য তার ব্যাপারে কথা বলেনা। কিন্তু সে দলের একজন দুর্দান্ত পারফর্মার। সে নিয়মিতই দলকে কিছু দেয়।’তিনি আরো বলেন, ‘আমার মনে হয় যারা ৮০ রান করে সাকিব তাদের চেয়েও গুরুত্বপূর্ণ। বল হাতে দুইটি উইকেট নেওয়া এবং ব্যাট হাতে দলের প্রয়োজনে কিছু রান করা ম্যাচের ভাগ্য বদলে দেয়।’
সিটি২৪নিউজের ফেসবুক পেজে লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন