আইপিএল এ আজ মাঠে মুখোমুখী হবে রাজস্থান রয়্যালস ও চেন্নাই সুপার কিংস বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায়। ইতি মধ্যে সানরাইজার্স হায়দরাবাদ সবার আগে প্লে- অফ নিশ্চিত করেছে। এই পর্যন্ত রাজস্থান রয়্যালস ম্যাচ খেলেছে ১০টি। তার মধ্যে জয় লাভ করেছে ৪টিতে আর আর হেরেছে ৬টিতে । তাদের পয়েন্ট সংখ্যা ৮।আবার অন্যদিকে চেন্নাই সুপার কিংস ম্যাচ খেলেছে ১০ট। তার মধ্যে জয় লাভ করেছে ৭টিতে। আর হেরেছে ৩টিতে। চেন্নাইয়ের পয়েন্ট সংখ্যা ১৪। তারা পয়েন্ট টেবিলে ২য় অবস্থানে আছে।
রাজস্থান রয়্যালস:
১. অজিঙ্কা রাহানে (অধিনায়ক), ২. জন বাটলার , ৩. সঞ্জু স্যামসন, ৪. বেন স্টোকস, ৫. স্টুয়ার্ট বিনি, ৬. গৌতম, ৭. মাহিপাল লোমার, ৮. জফ্রা আর্চার, ৯. জয়দেব উনাদকাট, ১০. ইশ সোদি, ১১. অনুপূর সিং।
চেন্নাই সুপার কিংস:
১. শেন ওয়াটসন, ২. অম্বাতি রাইডু, .৩. সুরেশ রায়না, ৪. ধ্রুভ শোরী, ৫. এম এস ধোনি (অধিনায়ক ও উইকেটরক্ষক), ৬. ডোয়াইন ব্রাভো, ৭. রবীন্দ্র জাদেজা, ৮. ডেভিড উইলি, ৯. হরভজন সিং, ১০ লুঙ্গি এনজিডি, ১১. শরদুল ঠাকুর।
উল্লেখ্য , বাংলাদেশ সময় রাত সাড়ে ৮তায় ম্যাচটি অনুষ্টিত হবে।
সিটি২৪নিউজের ফেসবুক পেজে লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন