আগামী মাসে ভারতের মাটিতে বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচের একটি টি-২০ সিরিজ আয়োজন করছে আফগানিস্তান। দেশটির ক্রিকেট বোর্ড প্রধান এ কথা জানিয়েছেন।২০১৫ সাল থেকে ভারতের মাটিতে অনুশীলন ক্যাম্প পরিচালনা করা আফগানিস্তান ক্রিকেট দল। আগামী ৩, ৫ ও ৭ জুন ভারতের উত্তরাঞ্চলীয় শহর দেরাদুনে বাংলাদেশের বিপক্ষে ম্যাচ তিনটি খেলবে আফগানিস্তান।
আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি) চেয়ারম্যান আতিফ মাশাল এক বিবৃতিতে বলেন, ‘জুন মাসের শুরুতে দেরাদুনে বাংলাদেশের বিপক্ষে টি-২০ সিরিজটি আয়োজন করতে পেরে এসিবি অত্যন্ত আনন্দিত। প্রতিদ্বন্দ্বিতামূলক ক্রিকেট খেলার জন্য এ সিরিজটি উভয় দলের জন্যই একটি বড় সুযোগ।’এসিবি প্রধান নির্বাহী শফিক স্তানিকজাই বলেন, নির্বাচকরা বর্তমানে ভারতে চলা অনুশীলন ক্যাম্প থেকে দল নির্বাচন করবেন।
স্তানিকজাই বলেন, ‘আইসিসি র্যাংকিংয়ে পয়েন্ট অর্জনে এ সিরিজটি উভয় দলের এবং ২০২০ টি-২০ বিশ্বকাপের আগে গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করবে।’
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান নির্বাহি নিজাম উদ্দিন চৌধুরী বলেন, ‘তীব্র প্রতিদ্বন্দ্বিতামূলক একটি সিরিজের’ আশা করছেন তিনি।তিনি বলেন, ‘সংক্ষিপ্ত ভার্সনে আফগান দলে বেশ কয়েকজন ভালো খেলোয়াড় রয়েছে এবং দেরাদুনে তাদের হোম কন্ডিশনের সুবিধা রয়েছে।’
গত বছর আয়ারল্যান্ডের সঙ্গে টেস্ট মর্যাদা পেয়ে আইসিসি’র পূর্ণ সদস্যের মর্যাদা লাভ করে আফগানিস্তান । বাংলাদেশের বিপক্ষে সংক্ষিপ্ত ভার্সনের সিরিজের পর আগামী ১৪ জুন বেঙ্গালুরুতে র্যাংকিংয়ের শীর্ষে থাকা ভারতের বিপক্ষে নিজেদের অভিষেক টেস্ট খেলবে যুদ্ধ বিধ্বস্ত আফগানরা।
সিটি২৪নিউজের ফেসবুক পেজে লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন