শিরোনাম

প্রচ্ছদ /   গব্বরের ব্যাটে দিল্লি জয় সানরাইজার্সের

গব্বরের ব্যাটে দিল্লি জয় সানরাইজার্সের

Avatar

শুক্রবার, মে ১১, ২০১৮

প্রিন্ট করুন

ডেয়ারডেভিলসদের সঙ্গে প্রথম সাক্ষাতের ম্যাচে ৭ উইকেটে জিতেছিল সানরাইজার্স হায়দরাবাদ৷ বৃহস্পতিবার ফিরতি ম্যাচে ‘গব্বর’ শিখর ধাওয়ানের অপরাজিত ৯২ রানের ঝোড় ইনিংসে ৯ উইকেটে ম্যাচ পকেটস্থ করল কেন উইলিয়ামসন ব্রিগেড৷

দিল্লির ১৮৭ রান তাড়া করতে নেমে মাত্র একটি উইকেট হারিয়ে সাত বল বাকি থাকতেই ম্যাচ জিতল হায়দরাবাদ৷ ফিরোজ শাহ কোটলায় শিখরকে যোগ্য সাহায্য করেন অধিনায়ক কেন উইলিয়ামসন ৷ ৫৩ বলে ৮৩ রানে অপরাজিত থাকেন তিনি৷ ৮টি চার এবং ২টি ছয়ের সাহায্যে এই অনবদ্য ইনিংসটি গড়েন কেন৷

সানরাইজার্সের বিরুদ্ধে ঘরের মাঠে টসে জিতে প্রথম ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছিল দিল্লি৷ নড়বড়ে শুরু করেও ঋষভ পন্তের অপরাজিত ১২৮ রানে ভর করে ২০ ওভারে সানরাইজার্সদের সামনে ১৮৮ রানের লক্ষ্য রাখে ডেয়ারডেভিলস৷

জবাবে দিল্লির বিরুদ্ধে ব্যাট করতে নেমে দু’নম্বর ওভারেই ওপেনার অ্যালেক্স হ্যালসকে হারায় সানরাইজার্স৷ এরপর ওপেনার শিখর এবং অধিনায়ক কেন মিলে ১৭৬ রানের পার্টনারশিপ গড়ে দলকে জেতান৷ ৫০ বলে ৯২ রানের অপরাজিত ইনিংস খেলে প্লেয়ার অফ দি ম্যাচ হন হায়দরাবাদের বাঁহাতি ওপেনার৷ এই অনবদ্য ইনিংসটি গড়তে ৯টি চার এবং ৪টি ছয়ের সাহায্য নেন শিখর৷

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন