চলতি ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে আজ ১০ মে ৪২তম ম্যাচে দিল্লির ফিরোজ শাহ কোটলা স্টেডিয়ামে মুখোমুখি হয়েছে শক্তিশালী সানরাইজার্স হায়দ্রাবাদ ও দিল্লি ডেয়ারডেভিলস। বাংলাদেশ সময় ম্যাচটি শুরু হয়েছে রাত সাড়ে আটটায়। ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে স্টার স্পোর্টস ওয়ান, স্টার স্পোর্টস হিন্দি, স্টার স্পোর্টস, সিলেক্ট ওয়ান ও বাংলাদেশি চ্যানেল নাইন এবং ধারাবিবরণী শুনতে কান পাতুন রেডিও ৯২.৮-এ।
দিল্লি = ৯৮/৪ ওভার = ১৪ । জেসন রায়=১১(আউট) , পৃথ্বী শা=৯(আউট) ,শ্রেয়াস আয়ার=৩(আউট) , ঋষভ প্যান্ট= ৪৯ ,হর্ষাল প্যাটেল= ২৪(আউট)।
১০ ম্যাচে আট জয়ে ১৬ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে অবস্থান করছে হায়দ্রাবাদ। অন্যদিকে ১০ ম্যাচে তিনটিতে জিতে ৬ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের তলানীতে অবস্থান করছে দিল্লি ডেয়ারডেভিলস।
সানরাইজার্স হায়দ্রাবাদ: অ্যালেক্স হেলস, শিখর ধাওয়ান, কেন উইলিয়ামসন, মনিশ পাণ্ডে, সাকিব আল হাসান, ইউসুফ পাঠান, শ্রীদেব গোমরা, রশিদ খান, ভুবনেশ্বর কুমার, সিদ্ধার্থ কৌল, সন্দীপ শর্মা। দিল্লি ডেয়ারডেভিলস: পৃথ্বী শা, জেসন রায়, শ্রেয়াস আয়ার, ঋষভ প্যান্ট , গ্লেন ম্যাক্সওয়েল, বিজয় শঙ্কর, লিম প্লাংকট, হর্ষাল প্যাটেল, অমিত মিশ্র, শাহবাজ নদীম, ট্রেন্ট বোল্ট।
সিটি২৪নিউজের ফেসবুক পেজে লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন