ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) আজ দিনের একমাত্র ম্যাচে দিল্লি ডেয়ারডেভিলসের বিপক্ষে মাঠে নামবে সাকিবের সানরাইজার্স হায়দ্রাবাদ। দিল্লির ঘরের মাঠে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত সাড়ে আটটায়।
চলতি আসরে দারুণ ছন্দে আছে সানরাইজার্স হায়দ্রাবাদ। টানা লো স্কোরিং ম্যাচে সাকিব-রশিদের দারুণ বোলিংয়ে জয় পেয়েছে অরেঞ্জ আর্মিরা। নিজেদের শেষ ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গলুরুকে ৫ রানে হারিয়ে পয়েন্ট টেবিলে এখনো শীর্ষে তারা। দশ ম্যাচের আটটিতেই জয় পেয়েছে হায়দ্রাবাদ।
এই আসরে দুর্দান্ত খেলছেন সাকিব আল হাসান। শেষ ম্যাচে তিনি ৩৫ রান ও ২ উইকেট নিয়ে দলকে সহজ জয় এনে দেন।
অপরদিকে চলতি আসরে বেশ একটা ভালো অবস্থানে নেই দিল্লি। নিজেদের শেষ ম্যাচে হায়দ্রাবাদের কাছেই সাত উইকেটে হেরে আইপিএলে ছিটকে যাওয়ার পথে দিল্লি। এখন পর্যন্ত দশটি ম্যাচ খেলে কেবল তিন জয়টিতে জয় নিয়ে পয়েন্ট টেবিলে তাদের অবস্থান তলানিতে।
আজ শীর্ষস্থান ধরে রাখাই লক্ষ্যেই আজ খেলবে সাকিবের হায়দ্রাবাদ। অপরদিকে গত ম্যাচের জয়ের ধারা ফিরিয়ে আনতে দিল্লিও মরিয়া। সবকিছু মিলিয়ে আজ একটি জমজমাট লড়াই দেখতে যাচ্ছে ক্রিকেট ভক্তরা।
টসের ফলাফলঃ টসে জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছে দিল্লী।একটু পর খেলার লাইভ লিংক দেয়া হবে। দেখে নিন চূড়ান্ত একাদশ।চূড়ান্ত একাদশঃসানরাইজার্স হায়দরাবাদঃ অ্যালেক্স হেলস, শিখর ধাওয়ান, কেন উইলিয়ামসন, মনিশ পাণ্ডে, সাকিব আল হাসান, ইউসুফ পাঠান, শ্রীদেব গোমরা, রশিদ খান, ভুবনেশ্বর কুমার, সিদ্ধার্থ কৌল, সন্দীপ শর্মাদিল্লী ডেয়ারডেভিলসঃ পৃথ্বী শা, জেসন রায়, শেরাওশ আয়ার, ঋষভ প্যান্ট, গ্লেন ম্যাক্সওয়েল, বিজয় শঙ্কর, লিম প্লাংকট, হর্ষাল প্যাটেল, অমিত মিশ্র, শাহবাজ নদীম, ট্রেন্ট বোল্ট
সিটি২৪নিউজের ফেসবুক পেজে লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন