শিরোনাম

প্রচ্ছদ /   অস্ট্রেলিয়ার এমন আচরণ নিয়ে মুখ খুলল বিসিবি প্রধান

অস্ট্রেলিয়ার এমন আচরণ নিয়ে মুখ খুলল বিসিবি প্রধান

Avatar

বৃহস্পতিবার, মে ১০, ২০১৮

প্রিন্ট করুন

আইসিসির ফিউচার ট্যুরস প্রোগ্রাম (এফটিপি) অনুযায়ী আগামী আগস্ট-সেপ্টেম্বরে ২টি টেস্ট ও ৩টি ওয়ানডে সিরিজ খেলতে অস্ট্রেলিয়া সফর করার কথা ছিল বাংলাদেশের। কিন্তু এবার আর্থিক কারণ দেখিয়ে বাংলাদেশ দলের অস্ট্রেলিয়া সফর বাতিল করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। আসন্ন সফরটি ‘অর্থনৈতিকভাবে ফলপ্রসূ’ হতো না বলেই বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে জানিয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়া।

আর অস্ট্রেলিয়ার এমন আচরণের পর প্রশ্নে উঠছে, যেখানে বাংলাদেশ সিরিজ আয়োজন করতে পারে সেখানে অস্ট্রেলিয়ার দেশ কেন পারবে না? আর অস্ট্রেলিয়ার সিরিজ নিয়ে এমন আচরণ নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী।এ প্রসঙ্গে তিনি বলেন, ‘এটা দুর্ভাগ্যজনক। তারা তাদের দিক থেকে দেখছে, বাণিজ্যিকভাবে কতটা উপযোগী হবে এটা তারা হিসেব করছে, এটা অবশ্যই দুঃখজনক। বিভিন্ন সময় আমরা যেসব সিরিজ করি, সব সিরিজই যে লাভজনক হয় তেমন না। অনেক দেশকে হোস্ট করতে হয়।

আন্তর্জাতিক প্রতিশ্রুতি রক্ষা করতে গিয়ে অনেক দেশকে হোস্ট করতে হয়েছে। অর্থনৈতিকভাবে খুব একটা লাভজনক থাকি না। তো বাংলাদেশ ক্রিকেট বোর্ড যদি এটা এফোর্ট করতে পারে আমরা আশা করব যে বড় বড় ক্রিকেট বোর্ডও এটা করবে।’

তিনি আরো বলেন, ‘ক্রিকেট অস্ট্রেলিয়া জানিয়েছে যে সময় নির্ধারিত ছিল এই সিরিজের জন্য সে সময় তাদের বেশ কিছু জায়গায় ক্রিকেট খেলা সম্ভব না। যেসব জায়গায় সম্ভব সেখানে খুব খরুচে হয়ে যায়। এটার ভিত্তিতে আমরা অফার করেছিলাম এটা সংক্ষিপ্ত করে নিয়ে আসা যায় কিনা। তার কোন উত্তর আমরা পাইনি।’

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন