শিরোনাম

প্রচ্ছদ /   আইপিএল শেষ হয়ে গেল মুস্তাফিজের!

আইপিএল শেষ হয়ে গেল মুস্তাফিজের!

Avatar

বৃহস্পতিবার, মে ১০, ২০১৮

প্রিন্ট করুন

এরই মধ্যে ১১টি ম্যাচ হয়ে গেছে গ্রুপ পর্বের। ১৪ টি ম্যাচের মধ্যে বাকি আছে ৩ টি ম্যাচ। এই তিনটি ম্যাচে মুস্তাফিজের না খেলাও নিশ্চিত। কিভাবে?আইপিএলে প্রথম ৬টি ম্যাচে টানা খেলানো হয়েছে মুস্তাফিজকে। হয়তো এই ৬ ম্যাচে ফ্রাঞ্চাইজির আশা পূর্ন করতে পারেনি সে। তাই এরপরই মুস্তাফিজকে বাদ দিয়ে দল সাজায় মুম্বাই। আর সেখানে সাফল্যও পায় তারা। ৫টি ম্যাচের ৪টিতেই জিতেছে তার মধ্যে আবার টানা তিনটি ছিল। সব মিলিয়ে বর্তমানে মুম্বাই দলটি টানা জয়ের পথে আছে এবং এই মুহুর্তে প্রতিটি ম্যাচই দলটির জন্য গুরুত্বপূর্ন ও প্রতিটি ম্যাচেই জিততে হবে। তাই উইনিং কম্বিনেশন ভাঙার কোন চিন্তাই করবে না দলটি সেটা তো বলাই যায়।

এরমধ্যে যদি মুম্বাই প্লে-অফ নিশ্চিত করে তাহলেও মুম্বাইয়ের হযে খেলা মুস্তাফিজের জন্য আরো কঠিন হয়ে যাবে। কারন, যে দলটি জয়ের পথে থেকে প্লে অফে যাবে সেই দলটি ভাঙার কোন চিন্তাই করবেনা ফ্রাঞ্চাইজিটি।আর সবকিছু মিলিয়ে চিন্তা করলে অলৌকিক কিছু না হলে মুস্তাফিজের আইপিএল শেষ সেটা বলাই যায়।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন