সাকিব আল হাসানের সানরাইজার্স হায়দরাবাদ আইপিএলে আজ একমাত্র ম্যাচে দিল্লি ডেয়ারডেভিলসের মুখোমুখি হবে। বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায় ফিরোজ শাহ কোটলা স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে।নাজুক অবস্থা দিল্লির চলমান আসরে। ১০ ম্যাচে ৩ জয়ে ৬ পয়েন্ট নিয়ে টেবিলে তলানিতে তারা। এ ম্যাচে হেরে গেলেই প্লে-অফে খেলার আশা বিসর্জন দিতে হবে শ্রেয়াস আয়ারের দলকে। আর জিতলে সামান্য হলেও টিকে থাকবে তাদের আশা। জয় পেতে মরিয়া তারাও। ফলে একটি জমজমাট লড়াইয়ে ইঙ্গিত পাওয়া যাচ্ছে।
হায়দরাবাদ এবারের আইপিএলে দারুণ ছন্দে আছে। বোলিং ইউনিট তাদের বড় শক্তি। জয় ছিনিয়ে নিচ্ছে তারা লো স্কোরিং ম্যাচেও সাকিব-রশিদদের নৈপুণ্যে। অরেঞ্জ আর্মিরা ১০ ম্যাচে ৮ জয়ে ১৬ পয়েন্ট নিয়ে সবার আগে প্লে-অফে খেলা নিশ্চিত করেছে।হায়দরাবাদ তবু দল নিয়ে পরীক্ষা-নিরীক্ষা চালাতে নারাজ। নিজেদের খেলায় আরও উন্নতি ও সুসমন্বয় চায় সাবেক চ্যাম্পিয়নরা। তাই জয় ভিন্ন কিছুই ভাবছে না তারা।
সিটি২৪নিউজের ফেসবুক পেজে লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন