এখন পর্যন্ত ১০ ম্যাচে ৫১.২৫ গড়ে ৪১০ রান সংগ্রহ করেছেন সানরাইজার্স হায়দ্রাবাদের অধিনায়ক কেন উইলিয়ামসন। বেশ কয়েকটি ম্যাচেই দলের জয়ে ব্যাট হাতে অবদান রেখেছেন তিনি।রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর বিপক্ষে সর্বশেষ ম্যাচেও হেসেছিলো উইলিয়ামসনের ব্যাট। মাত্র ৩৯ বলে খেলেছিলেন ৫৬ রানের একটি অনবদ্য ইনিংস। তবে হায়দ্রবাদ অধিনায়ক নিয়মিত রানের দেখা পেলেও দলের অনেক ব্যাটসম্যানই এখনও নিজেদের মেলে ধরতে পারেননি।এই বিষয়টি মূলত চাপ বাড়িয়ে দিচ্ছে উইলিয়াসনের। ভারতের সাবেক ওপেনার এবং জনপ্রিয় ক্রিকেট বিশ্লেষক আকাশ চোপড়াও মনে করছেন এমনটাই।
হায়দ্রাবাদ এবং দিল্লির মধ্যকার আজকের ম্যাচের আগে এক ভিডিও বার্তায় আকাশ জানিয়েছেন উইলিয়ামসনের পাশাপাশি হাল ধরতে হবে বাকি ব্যাটসম্যানদেরকেও। এই প্রসঙ্গে আকাশ চোপড়া বলেছেন,‘তাদের (হায়দ্রাবাদের) ব্যাটসম্যানেরা এখন পর্যন্ত তেমন জ্বলে উঠতে পারেনই এবং এটি কেন উইলিয়ামসনের ওপর চাপ বাড়িয়ে দিচ্ছে। মনিষ পান্ডের ফর্ম নিয়ে ইস্যু রয়েছে।’আকাশ উল্লেখ করেছেন সাকিব আল হাসান এবং ইউসুফ পাঠানের কথাও। গত ম্যাচে ৩৫ রান করার পাশাপাশি ব্যাঙ্গালুরুর দুটি গুরুত্বপূর্ণ উইকেট শিকার করেছিলেন টাইগারদের সেরা অলরাউন্ডার সাকিব।
সুতরাং আজও তাঁর ওপর আস্থা রাখছেন আকাশ চোপড়া। তবে প্রতিপক্ষ দল যদি ১৮০-১৯০ রানের লক্ষ্য ছুঁড়ে দেয় সেক্ষেত্রে এই ব্যাটিং লাইন আপ নিয়ে জয় পাওয়া কঠিন হয়ে দাঁড়াবে হায়দ্রাবাদের পক্ষে বলেও মনে করেন সাবেক এই ভারতীয় ব্যাটসম্যান। তিনি বলেন,‘ইউসুফ পাঠান দলকে বাঁচাচ্ছে এবং সাকিব আল হাসানও গত ম্যাচে ভালো খেলেছে। তবে এরপরেও আপনি ভাবতে পারেন যদি প্রতিপক্ষ দল ১৮০-১৯০ রানের লক্ষ্য ছুঁড়ে দেয় সানরাইজার্সকে সেক্ষেত্রে তারা পরাজিত হতেও পারে।’
সিটি২৪নিউজের ফেসবুক পেজে লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন