শিরোনাম

প্রচ্ছদ /   লক্ষ্য বিশ্বকাপের সেমিফাইনাল

লক্ষ্য বিশ্বকাপের সেমিফাইনাল

Avatar

বৃহস্পতিবার, মে ১০, ২০১৮

প্রিন্ট করুন

২০১৯ ইংল্যান্ড বিশ্বকাপে বাংলাদেশ ক্রিকেট দলের লক্ষ্য সেমিফাইনাল খেলা। ‘সময় সংবাদে’ এমনটাই জানিয়েছেন টাইগার ওপেনার তামিম ইকবাল। এই স্বপ্ন পূরণে দলের সবাইকে সামর্থ্যের সেরাটা দিয়ে খেলার কথা বলেন। ব্যাপারটি চ্যালেঞ্জিং হলেও, অসম্ভব কিছু না বলে মনে করেন ড্যাশিং এই ওপেনার। ২০১৯ বিশ্বকাপের এক বছর বাকি। কিন্তু, প্রতিটি দল স্বপ্ন পূরণে ছক কষছে। বাংলাদেশ ক্রিকেট দলও পিছিয়ে নেই। ১০ দলের এবারের বিশ্বকাপের প্রথম পর্ব উন্মুক্ত।

সবার সাথে খেলা আছে। তাই আচ করা যাচ্ছে তীব্র প্রতিদ্বন্দ্বিতা হবে। বিশ্বকাপে ৯টি ম্যাচ অন্তত ৫টি জিতলেই তামিমের বিশ্বাস সেমিফাইনালের মঞ্চে উঠবে লাল সবুজরে বাংলাদেশ। ‘বিশ্বকাপে এবার একটা চ্যালেঞ্জিং ফরম্যাট আমাদের জন্য। কারণ, যখন গ্রুপ স্টেজে খেলা হয় তখন কোনভাবে একটা বড় ম্যাচ জিতলেই হয়তো কোয়ালিফাই করে যায়। কিন্তু এই ফরম্যাটে আপনাকে অন্তত চার পাঁচটা ম্যাচ জিততে হবে। পাঁচটা ম্যাচ জিততে হলে পুরো টুর্নামেন্টে আমাদের খুবই ভালো ক্রিকেট খেলতে হবে।

আমাদের অবশ্যই সামর্থ্য আছে।’ দেশের তিন ফরম্যাটের সেরা ব্যাটসম্যান তামিম ইকবাল। গেল বছর আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতেও ব্যাট হাতে শাসন করেছে। আর ইংল্যান্ডে বরাবরই বাংলাদেশের সবচেয়ে সফল ব্যাটসম্যান তামিম। তাই ২০১০ সালে প্রথম বাংলাদেশি হিসেবে লর্ডসের অনার বোর্ডে নাম তোলা তামিমের দিকে তাকিয়ে থাকবে দল। ‘লর্ডসে যেকোনো খেলাই খুব বড় বিষয়। ব্যক্তিগতভাবে আমি খুবই এক্সাইটেড। এছাড়া তরুণ খেলোয়াড় আছে যারা ওখানে খেলে নাই আমি নিশ্চিত তাদের মধ্যেও উত্তেজনা কাজ করছে।’

ক্রিকেটের তীর্থ ভূমি ইংল্যান্ডের মাটি মানেই বাংলাদেশের রূপ কথা। এই যেমন ১৯৯৯ বিশ্বকাপে পাকিস্তানকে হারিয়ে টেস্ট মর্যাদা লাভ। অস্ট্রেলিয়ার বিপক্ষে কার্ডিফ কাব্য। আরো কতো কি। তাই আসন্ন বিশ্বকাপে ভিন্ন হবে কিছু হবে নাকি? ‘আমাদের ইংল্যান্ডের রেকর্ডটা অন্যান্য দেশের চেয়ে একটু ভালো। আমরা ওখানে বেশ কয়েকটা ম্যাচ জিতেছি।’ ইংল্যান্ড বলেই আলাদা রোমাঞ্চ কাজ করছে তামিমের মাঝে। সেই রোমাঞ্চে ভিন্ন গল্প লেখার। আর তার সাক্ষী হতে অপেক্ষায় সমর্থকরা।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন