শিরোনাম

প্রচ্ছদ /   আইপিএলে পয়েন্ট তালিকায় উলটপালট

আইপিএলে পয়েন্ট তালিকায় উলটপালট

Avatar

বৃহস্পতিবার, মে ১০, ২০১৮

প্রিন্ট করুন

দেয়ালে পিঠ ঠেকে যাওয়ার পর থেকেই দুর্দান্ত গতিতে এগিয়ে চলছে মুম্বাই ইন্ডিয়ান্স। আর সেই পথে উড়িয়ে দিচ্ছে যাকে সামনে পাচ্ছে তাকেই। তাদের সামনে সমীকরন এখন সব ম্যাচই জিততে হবে। হারলেই প্লে-অফের আশা শেষ হয়ে যাওয়ার পথে থাকবে তারা।

এদিকে মুম্বাইয়ের এমন উথ্থানে পরিবর্তন ঘটেছে আইপিএলের পয়েন্ট টেবিলের। সবার তলানিতে থাকা দলটি এখন উঠে এসেছে তালিকার চার নম্বরে। ১১ ম্যাচে ১০ পয়েন্ট তাদের। সমান পয়েন্ট নিয়ে রান রেটে পিছিয়ে থেকে ৫ নম্বরে আছে কলকাতা নাইট রাইডার্স।

এক নম্বরে থাকা সানরাইজার্সের সংগ্রহ ১০ ম্যাচে ১৬ পয়েন্ট। ১০ ম্যাচে ১৪ পয়েন্ট নিয়ে দুই নম্বরে আছে চেন্নাই সুপার কিংস। ১০ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে তিনে আছে পাঞ্জাব।এছাড়া ১০ ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে ৬ নম্বরে আছে রাজস্থান। সমান ম্যাচে ৬ পয়েন্ট করে নিয়ে সাত ও আটে আছে যথাক্রমে আরসিবি ও দিল্লি।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন