শিরোনাম

প্রচ্ছদ /   ভাইয়ের বিসর্জন দেওয়া স্বপ্ন পূরণের সাধনায় ঈশান কিষান

ভাইয়ের বিসর্জন দেওয়া স্বপ্ন পূরণের সাধনায় ঈশান কিষান

Avatar

বৃহস্পতিবার, মে ১০, ২০১৮

প্রিন্ট করুন

ক্রিকেটার হওয়ার স্বপ্নকে সফল রূপ দিতে পটনা ছেড়ে ঝাড়খণ্ডে উঠে এসেছিলেন ঈশান। মহেন্দ্র সিংহ ধোনির রাজ্যের হয়ে প্রথম শ্রেণির ক্রিকেটে অভিষেক। উইকেটকিপার হওয়ার পাশাপাশি বিস্ফোরক ব্যাটসম্যান হওয়ায় ধোনির উত্তরসূরি মনে করা হয় তাঁকে। ঝাড়়খণ্ড ক্রিকেটমহলে বেঁটেখাট চেহারার জন্য তাঁকে ডাকা হয় ‘ছোটু’ বলে। তবে সাড়ে পাঁচ ফিটের চেহারার মধ্যে যে কী পরিমাণ বারুদ ঠাসা রয়েছে, বুধবার ইডেনে পা রেখেই তা টের পেলেন শাহরুখ খান।

যখন কুলদীপ যাদবের ওভারে ম্যাচের সবচেয়ে বড় ব্যাটিং বিস্ফোরণটা ঘটিয়ে ফেললেন ঈশান কিষাণ। মুম্বই ইনিংসের চোদ্দতম ওভারে। ঘড়িতে তখন কাঁটায় কাঁটায় রাত ন’টা পাঁচ। ইডেনের ‘বি’ ব্লকের হসপিটালিটি বক্সের ব্যালকনিতে এসে দাঁড়ালেন শাহরুখ। তার মিনিট দু’য়েক আগেই তিনি মাঠে প্রবেশ করেছেন। ক্রিজে তখন ঈশান।ব্যালকনিতে দাঁড়িয়ে ভক্তদের দিকে হাত নাড়াতে নাড়াতে কিং খান দেখলেন, কুলদীপের পরপর চারটি ডেলিভারি উড়ে গিয়ে পড়ল গ্যালারিতে।ডিপ স্কোয়্যার লেগ, ডিপ মিড উইকেট, লং অন আর ফের ডিপ মিড উইকেটের ওপর দিয়ে। ব্যক্তিগত ৩২ রান থেকে পরপর চার ছক্কায় ৫৬ রানে পৌঁছে গেলেন ঝাড়খণ্ডের ক্রিকেটার। ১৭ বলে হাফসেঞ্চুরি ঈশানের। টুর্নামেন্টের ইতিহাসে দ্বিতীয় দ্রুততম। মুম্বই ইন্ডিয়ান্সের জার্সিতে দ্রুততম। ১৩ ওভারে ১১২/২ থেকে এক ওভারের মধ্যে মুম্বই পৌঁছে গেল ১৩৭/২ স্কোরে। ম্যাচের ভবিতব্যও হয়তো তখনই নির্ধারিত হয়ে গিয়েছিল ঈশানের ব্যাটে।

মাত্র ২১ বলে পাঁচটি চার ও ছয় ছক্কায় সাজানো ৬২ রান করে ইডেনে নাইট সংহারক হয়ে উঠলেন ঝাড়খণ্ডের ১৯ বছরের ক্রিকেটার। যাঁর কাহিনি শুনলে মনে পড়ে যেতে পারে এক কিংবদন্তির শৈশব। সচিন তেন্ডুলকরের মতোই ঈশানের উত্থানের নেপথ্যেও তাঁর বড় দাদা। রাজ কিষাণ।বুধবার ইডেনে নাইটদের বিরুদ্ধে ঈশান যখন ঝড় তুলেছেন, ব্যক্তিগত কাজে নয়াদিল্লিতে থাকলেও টিভির পরদা থেকে চোখ সরাতে পারেননি উত্তম মজুমদার। যিনি নিজে এক সময় কেকেআরে ট্রায়াল দিয়ে গিয়েছিলেন। বিহারের পটনায় একটি স্থানীয় ক্রিকেট টুর্নামেন্টে প্রথম দেখেই ঈশানের প্রতিভা চিহ্নিত করেছিলেন। উত্তম বললেন, ‘‘যখন প্রথম দেখি, ওর বয়স বছর সাতেক হবে। স্থানীয় একটি টুর্নামেন্টে অবলীলায় ছক্কা মারছিল। এত কম বয়সে এত আগ্রাসী ব্যাটিং কখনও কাউকে করতে দেখিনি। আমার অ্যাকাডেমিতে নিয়ে এসে ভর্তি করি ওকে।’’

উত্তম যোগ করলেন, ‘‘ঈশানের প্রতিভা সহজাত। তবে শুরুর দিকে ক্রিকেট নিয়ে ভাবত না। বরং ওর দাদা রাজ ভাল খেলত। পেশাদার ক্রিকেটার হওয়ার মশলা ছিল। তবে ঈশানের জন্যই নিজের স্বপ্ন বিসর্জন দেয় ও। সারাক্ষণ ভাইয়ের পিছনে পড়ে থাকত। নেটে ব্যাটিং হয়ে যাওয়ার পর ফের থ্রো ডাউন দিত। কখনও ক্লান্ত হতে দেখিনি রাজকে। আজ ঈশান যতটা পরিচিতি পেয়েছে, তার জন্য রাজের কৃতিত্বই সবচেয়ে বেশি।’’ক্রিকেটার হওয়ার স্বপ্নকে সফল রূপ দিতে পটনা ছেড়ে ঝাড়খণ্ডে উঠে এসেছিলেন ঈশান। মহেন্দ্র সিংহ ধোনির রাজ্যের হয়ে প্রথম শ্রেণির ক্রিকেটে অভিষেক। উইকেটকিপার হওয়ার পাশাপাশি বিস্ফোরক ব্যাটসম্যান হওয়ায় ধোনির উত্তরসূরি মনে করা হয় তাঁকে।

বুধবার মাঠে বসে ঈশানের ইনিংস দেখার পর ঝাড়খণ্ড ক্রিকেট সংস্থার কর্তা দেবাশিস চক্রবর্তী বললেন, ‘‘এই বয়সেই ভীষণ পরিণত ঈশান। তাই দলে বরুণ অ্যারনের মতো সিনিয়র ক্রিকেটার থাকা সত্ত্বেও গত মরসুমে সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে ওকেই ঝাড়খণ্ডের অধিনায়ক করেছিলাম। মাহিও ওকে সব সময় আগলে রাখে। ঈশান ভারতীয় দলেও জায়গা করে নেবে।’’
বুধবারের ইডেন নাইটদের হতাশার পাশাপাশি নতুন স্বপ্নের জন্মও দিয়ে গেল।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন