নিজেদের মাঠেও মুম্বাইকে পরাস্ত করতে পারলো না কলকাতা নাইট রাইডার্স। ইডেনে মুম্বাই ইন্ডিয়ান্সের কাছে ১০২ রানের বিশাল ব্যবধানে হেরেছে তারা। আর এই জয়ে পয়েন্ট টেবিলের চতুর্থ অবস্থানে পৌঁছে গেলো মুম্বাই। প্লে অফের স্বপ্ন আরও প্রখর হল তাদের। ১১ ম্যাচে মুম্বাইয়ের সমান পাঁচটি জয় নিয়ে পয়েন্ট টেবিলের পাঁচে নেমে গেলো দিনেশ কার্তিকের কলকাতা। উল্লেখ্য, এতো বড় ব্যবধানে আগে কখনোই জয় পায়নি মুম্বাই।
টসে হেরে ব্যাট করতে নেমে শুরুটা দারুণ করেছে মুম্বাইয়ের ওপেনাররা। দলীয় ৪৬ রানে প্রথম উইকেটের পতন হয় তাদের। তবে ১৮ রান করে এভিন লুইস ফিরে গেলেও দুরন্ত গতিতে রান তুলতে থাকেন আরেক ওপেনার সুরিয়াকুমার যাদব।৩২ বলে পাঁচটি চার আর একটি ছয়ের সাহায্যে ৩৬ রান করে বিদায় নেন তিনি। উইকেটে তখন মুম্বাই দলপতি রোহিত শর্মা এবং দলের উইকেটরক্ষক ব্যাটসম্যান ইশান কিশান। দশ ওভারে দুই উইকেট হারিয়ে মাত্র ৭৬ রান করেছে মুম্বাই।
ঐ সময়ে ব্যাট হাতে দারুণ এক ক্যামিও খেলেন ইশান। ২১ বলে পাঁচটি চার আর ছয়টি ছয়ে ৬২ রান করে বিদায় নেন তিনি। মুহূর্তের মধ্যে মুম্বাইয়ের দলীয় রান তুলে দেন ১৪৪ এ।বাকী সময়টায় রানের চাকা সচল রাখেন মুম্বাইয়ের ফিনিশাররা। রোহিত করেন ৩১ বলে ৩৬ রান, হার্দিক করেন ১৩ বলে ১৯ এবং বেন কাটিং করেন নয় বলে ২৪ রান (একটি চার ও তিনটি ছক্কা)।
শেষপর্যন্ত ২০ ওভারে ছয় উইকেট হারিয়ে ২১০ রানে থামে কলকাতা। কলকাতার হয়ে ৪৮ রান খরচায় তিনটি উইকেট নেন দলের স্পিনার পীযূষ চাওলা। জবাবে ব্যাট করতে নেমে শুরু থেকেই নিয়মিত বিরতিতে উইকেট হারায় কলকাতা।ইনিংসের দ্বিতীয় বলেই বিদায় নেন সুনিল নারিন (৪ রান), এরপরে বিদায় নেন ক্রিস লিনও (১৫ বলে ২১ রান)। থিতু হতে পারেননি রবিন উথাপ্পা (১৩ বলে ১৪ রান) এবং নিতিশ রানা (১৯ বলে ২১ রান)।এভাবে ৭৬ রানের মধ্যেই সাতটি উইকেট হারিয়ে ফেলে কলকাতা। শেষপর্যন্ত ১৮.১ ওভারে সব কয়টি উইকেট হারিয়ে ১০৮ রান করে থামে তাদের ইনিংস। শেষদিকে টম কুরান করেন ১৮ রান এবং পীযূষ চাওলা করেন ১১ রান। মুম্বাইয়ের হয়ে দুটি করে উইকেট লাভ করেন হার্দিক পান্ডিয়া এবং ক্রুনাল পান্ডিয়া
সিটি২৪নিউজের ফেসবুক পেজে লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন