শিরোনাম

প্রচ্ছদ /   কেকেআরকে কত রানে পরাজিত করল মুম্বাই ? বিস্তারিত দেখুন

কেকেআরকে কত রানে পরাজিত করল মুম্বাই ? বিস্তারিত দেখুন

Avatar

বুধবার, মে ৯, ২০১৮

প্রিন্ট করুন

চলতি আইপিএলে আজ বুধবার (৯ মে) ঐতিহ্যবাহী ইডেন পার্কে মুখোমুখি হয়েছে দুই শক্তিশালী দল কলকাতা নাইট রাইডার্স ও মুম্বাই ইন্ডিয়ান্স। বাংলাদেশ সময় ম্যাচটি শুরু হবে রাত সাড়ে আটটায়। ম্যাচটি সরাসরি সম্প্রচার করতেছে স্টার স্পোর্টস ওয়ান, স্টার স্পোর্টস হিন্দি, স্টার স্পোর্টস সিলেক্ট ওয়ান। অনলাইন-জিও টিভি, হটস্টার।আজকের ম্যাচটি দুই দলের জন্যই সমানভাবে গুরুত্বপূর্ণ। কারণ শেষ চারের টিকিট নিশ্চিত করতে জয় পেতে হবে তাদের।

মুম্বাই ১০২ রানে জয় পেল

মুম্বাই =২১০/৬ । কেকেআর= ১০৮/১০ , ওভার = ১৮.১ । সুনীল নারাইন= ৪(আউট) , ক্রিস লিন=২১(আউট) ,রবিন উথাপ্পা=১৪(আউট) , নিতেশ রানা= ২১(আউট),আন্দ্রে রাসেল= ২(আউট) , দিনেশ কার্তিক= ৫(আউট) , রিংকু সিং= ৫(আউট) ,টম কুররান= ১৮(আউট),চাউলা=১১(আউট) ,কুলদীপ যাদব=৫ ,কৃষ্ণ=১ ।

তবে শেষ চারে উঠতে অবশ্যই তিনটি ম্যাচ জিততে হবে কলকাতার। অন্যদিকে শেষ চারে খেলতে বাকি ম্যাচগুলো জিততে হবে মুম্বাইয়ের। টসে জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন কলকাতার অধিনায়ক দীনেশ কার্তিক।কলকাতা নাইট রাইডার্স: ক্রিস লিন, সুনীল নারাইন, রবিন উথাপ্পা, নিতেশ রানা, দিনেশ কার্তিক (অধিনায়ক/উইকেটরক্ষক), রিংকু সিং, আন্দ্রে রাসেল, পিইউশ চাউলা, টম কুররান, প্রসিদ কৃষ্ণ, কুলদীপ যাদব।

মুম্বাই ইন্ডিয়ান্স: ইভিন লুইস, সূর্য্যকুমার যাদব, রোহিত শর্মা (অধিনায়ক), ইশান কিষাণ (উইকেটরক্ষক), ক্রুণাল পাণ্ডে, হার্দিক পাণ্ডিয়া, বেন কাটিং, মিচেল ম্যাকক্লেঘান, জেপি ডুমিনি, জাস্প্রিত বুমরা, মায়াঙ্ক মার্কান্দে।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন