এবারের আইপিএলে বেশ সমৃদ্ধ দল হায়দ্রাবাদ। তাদের বোলিং ইউনিট এবারের আসরে অন্যতম সেরা। সেটাই মানছেন হায়দ্রাবাদের ব্রাথওয়েট। যদিও এবারের আইপিএলে ১ ম্যাচেও খেলার সুযোগ পাননি তিনি।
তারপরেও ব্রাথওয়েট প্রচুর আশাবাদি তার দল নিয়ে। ব্রাথওয়েট বলেন ,’;আমাদের দলে সন্দিপ, সিদ্ধার্থ ও ভুবনেশ্বরের মতো অভিজ্ঞরা রয়েছেন। আপনি জানেন যে এই তিনজনই নাকল বলে বিশেষজ্ঞ। তাই আপনি জানেন তারা কি করতে পারে। এদের প্রত্যেকেই অনেক জ্ঞান সম্পন্ন।’
টাইগার অলরাউন্ডার সাকিব আল হাসান ও রশিদ খানকে সময়ের অন্যতম সেরা বলে দাবি করেছেন তিনি। তাদের পারফরমেন্সেই হায়দ্রাবাদ সমৃদ্ধ হচ্ছে বলে বিশ্বাস কার্লোস ব্র্যাথওয়েটের।
ব্রাথওয়েট আর বলেন,’ আমাদের দলের রশিদ সময়ের অন্যতম সেরা বোলার। নবীও সেরা। সেও আফগানিস্তানের। সাকিবও ভালো।’
সিটি২৪নিউজের ফেসবুক পেজে লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন